El Classico | Barcelona: রিয়ালের ঘরে ঢুকে বার্সার তাণ্ডবলীলা! চারে চুপ বার্নাব্যু…
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রিয়ালের ডেরায় চার গোল বার্সেলোনার। শনিবার রাতে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা যেন সেই মেসি জমানা ফিরিয়ে আনল স্যান্টিয়াগো বার্নাব্য়ুর বুকে। ইনিগো মার্টিনেজ, লামিনে ইয়ামালরা যেন মুহূর্তে বার্সেলোনাকে ফিরিয়ে নিয়ে গেলেন সেই স্বর্ণযুগে। রিয়ালের মাঠে বার্সেলোনা ৪-০ হারাল এমবাপে-ভিনিসিয়াসদের। অক্ষত থাকল বার্সেলোনার টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এই ম্যাচে নামার আগে লা লিগায় ৪২ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। শনিবার না হারলেই বার্সেলোনার রেকর্ড ছুঁয়ে ফেলতো রিয়াল। ২০১৭ সালে লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল মেসিদের বার্সেলোনা।…