মেটাল বাজারে রেকর্ড,চলতি বছরেই সোনা ছোঁবে ৭০ হাজার ? এখন কিনবেন ?

মেটাল বাজারে রেকর্ড,চলতি বছরেই সোনা ছোঁবে ৭০ হাজার ? এখন কিনবেন ?

Business News: এখনও না কিনলে (Gold Buying Tips) অনেক দেরি করে ফেললেন না তো ? চলতি বছর(FY 2024) শেষের আগেই সোনা (Gold Prices) ছুঁতে পারে ৭০ হাজারের গণ্ডি। এখন কী করা উচিত আপনার।

এখন কত চলছে ১০ গ্রাম সোনার দাম
বিশ্ববাজারে সোনার দামে সাড়া জাগানো উত্থানের  কারণে বুলিয়ন বাজারে সোনা আবার নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। দিল্লি এনসিআর-এর বুলিয়ন বাজারে সোনার দাম 150 টাকা বেড়ে প্রতি 10 গ্রাম 65,150 টাকার স্তরে পৌঁছেছে। মঙ্গলবার সোনার দাম 65,000 টাকায় বন্ধ হয়েছে।

ঐতিহাসিক উচ্চতা ছোঁবে সোনা
এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র কমোডিটি অ্যানালিস্ট সৌমিল গান্ধী বলেছেন, দিল্লির বাজারে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম 65,150 টাকায় পৌঁছেছে। কিন্তু রূপার দাম প্রতি কেজি ৪০০ টাকা কমে ৭৪,৫০০ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমক্সে সোনার দাম আউন্স প্রতি 12 ডলার বেড়ে 2122 ডলারে লেনদেন হচ্ছে। যা ঘিরে নতুন করে উৎসাহ বাড়ছে ভারতীয় সোনার ক্রেতাদের মধ্যে।

৭০ হাজার টাকা ছাড়িয়ে যাবে সোনা!
সোনার দাম বৃদ্ধি এখানেই থামছে না। 2024 সালে সোনা প্রতি 10 গ্রাম 70,000 টাকার স্তর স্পর্শ করতে পারে। কামা জুয়েলারির এমডি কলিন শাহের মতে, সোনার দামের চলমান বৃদ্ধির ফলে চলতি বছরে সোনা 70,000 টাকার স্তর স্পর্শ করতে পারে। অর্থাৎ বর্তমান স্তর থেকে সোনার দাম প্রায় ৭.৭০ শতাংশ বাড়তে পারে। শাহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী দিনে সুদের হার কমানোর সম্ভাবনা প্রকাশ করছে। চলতি বছরের শেষ নাগাদ সুদের হার প্রায় ৪ শতাংশে নেমে আসতে পারে। সেই কারণে নতুন করে সোনার চাহিদা বৃদ্ধি হবে।

আজ সোনার দামা কত যাচ্ছে রাজ্যে
বর্তমানে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। গত সপ্তাহে যে স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা, এই সপ্তাহে শুরু থেকেই পকেটে টান গ্রাহকদের। খরচ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার আরও বাড়ল সোনার দাম (Gold Price Today)। কত হল দাম ? কতটা বাড়ল ? দেখে নিন রেটচার্টে।

বিক্রি করতে পারবেন কততে

মঙ্গলবারের তুলনায় বুধবার দাম আরও বেড়ে যায় সোনার। সেই তুলনায় বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ৬৪৩৭ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০৫ টাকা বেড়ে হল ৬২১৮ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬২১৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৮৫৮ টাকা।

আজ বুধবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দাম আজ অনেকটা কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭২০৮৭ টাকা।

(Feed Source: abplive.com)