তিনে থাকা MBSG-কে টক্কর দিতে পারবে EB?কখন কোথায় ফ্রী-তে দেখবেন রবিবাসরীয় ডার্বি

তিনে থাকা MBSG-কে টক্কর দিতে পারবে EB?কখন কোথায় ফ্রী-তে দেখবেন রবিবাসরীয় ডার্বি

মোহন-ইস্ট ডার্বি মানেই একটা আলাদা উত্তেজনার। এই ম্যাচে বাংলার ফুটবল প্রেমী সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একে অপরের সঙ্গে চলে বাক যুদ্ধ। কারণ মোহন-ইস্ট বড় ম্যাচ মানেই একটা আবেগ। যদিও এবারের এই ডার্বি ম্যাচকে ঘিরেই যত ডামাডোল পরিস্থিতির তৈরি হয়। কারণ একটা সময় এই ম্যাচ অন্য রাজ্যে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল। যদিও তা হয়নি। কারণ ইস্টবেঙ্গল কর্তারা একেবারেই চাননি, বড় ম্যাচ দেখার থেকে বঞ্চিত হোক ফুটবল প্রেমীরা। ফলে সময় পরিবর্তন করে এই ম্যাচ আয়োজিত হচ্ছে। স্বাভাবিক ভাবেই উন্মাদনা তৈরি হয়েছে বড় ম্যাচকে ঘিরে।

প্রসঙ্গত, এই ম্যাচের দিন শাসক দল তৃণমূল ব্রিগেড সমাবেশের ডাক দেয়। আর তাতেই তৈরি হয় জটিলতা। বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়ে দেয় পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না তারা। ফলে ম্যাচের দিন পরিবর্তন করার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু কোনও ভাবেই তা সম্ভব হচ্ছিল না। এমনকী এই ম্যাচ ভুবনেশ্বর, জামশেদপুর অথবা গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পুলিশের সঙ্গে বারবার বৈঠক করেন লাল-হলুদ কর্তারা। তারপরই সময় পরিবর্তন করে এই ম্যাচ আয়োজিত হচ্ছে।

কিন্তু তারপরও যেন বিতর্ক থামেনি। ডার্বির টিকিট বৈষম্য নিয়ে গুরুতর অভিযোগ তোলে মোহনবাগান। তারা জানায় দ্বিগুণ দামে তাদের সমর্থকদের বড় ম্যাচের টিকিট কিনতে হচ্ছে। সেই জল গড়ায় আদালতে। এরপরই আসরে নামেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর সেই সমস্যাও মিটে যায়। তারপরই দেখা যায় টিকিট তুলতে ক্লাবের বাইরে লম্বা লাইন সমর্থকদের। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। যদিও মোহনবাগান ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। শনিবার চেন্নাইয়ন এফসিকে ১-০ গোলে হায়দরাবাদ এফসি হারিয়ে দেওয়ার পরই ডার্বির আগে প্লে-অফে পৌঁছে গিয়েছে সবুজ-মেরুন বাহিনী। ফলে এই ম্যাচ জিতে মোহনবাগান পয়েন্ট টেবিলের আরও উপরে উঠতে চাইবে। অন্যদিকে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে থাকা ইস্টবেঙ্গলও চাইবে বাগানকে হারিয়ে উপরের দিকে উঠতে। এখন এটাই দেখার বিষয় বড় ম্যাচ কোন দল জেতে। এবার জেনে নিন কখন কোথায় ফ্রী-তে দেখতে পারবেন আইএসএলের কলকাতা ডার্বি।

কবে হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি?

আইএসএলের ফিরতি ডার্বি অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ ১০ মার্চ।

কোথায় হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি?

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি অনুষ্ঠিত হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।

কখন শুরু হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি?

আইএসএলের মোহন-ইস্ট বড় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ। যদিও এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে সাড়ে সাতটার সময়। কিন্তু ব্রিগেড সমাবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার জন্য এক ঘণ্টা পিছিয়ে শুরু হবে এই ম্যাচ।

মোহন-ইস্ট আইএসএল ডার্বি টিভিতে কোথায় সম্প্রচারিত হবে?

মোহন-ইস্ট ডার্বি টিভিতে সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ (৩) চ্যানেলে।

মোহন-ইস্ট আইএসএল ডার্বি অনলাইনে কোথায় সম্প্রচারিত হবে?

মোহন-ইস্ট আইএসএল ডার্বি অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। একেবারে ফ্রীতে। এছাড়াও ম্যাচের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখতেই পারেন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

(Feed Source: hindustantimes.com)