Iman Chakraborty: ঊষা উত্থুপ থেকে ফকিরা,নাচে-গানে-রঙে রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব

Iman Chakraborty: ঊষা উত্থুপ থেকে ফকিরা,নাচে-গানে-রঙে রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে আট বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব। প্রতি বছর দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা এবং হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়া মীরপাড়ার মাঠে এবারও ইমন আয়োজন করেছিল বসন্ত উৎসব। এ তো শুধু উৎসব নয়, যেন মহা যজ্ঞ।

এই বসন্ত উৎসব নিয়ে ইমনের সেন্টিমেন্ট জড়িয়ে। এই উৎসবের মধ্যে দিয়েই তিনি মায়ের প্রতি শ্রদ্ধা জানান। ইমনের কথায়, “আট বছর আগে আমার থেকেও ছোটো ছেলেমেয়েদের সাহস নিয়ে , আবেগ নিয়ে , ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম বসন্ত উৎসব । লিলুয়াতে আমার মা এর স্মৃতির উদ্দ্যেশ্যে। পরবর্তী কালে আরো অনেক অনেক মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, অনেকে ছেড়ে গেছেন। কিন্তু উৎসব থামেনি। থামবেওনা। আমায় ভগবান অনেক কিছু দিয়েছেন। তাঁর আশীর্বাদে একটা অসাধারন টিম আমি পেয়েছি। সবাইকে আমার শত কোটি প্রণাম। ওরা না থাকলে আমি কিচ্ছু না। সত্যি কিচ্ছু না। মা এর আশীর্বাদ নিয়ে , জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে হৈ হৈ করে বসন্ত উৎসব আমরা করছি, করে যাব।”

এবারেও বসেছিল চাঁদের হাট। পদ্মভূষণ ঊষা উত্থুপ, শ্রীজাত, দেবলীনা কুমার, সৌরেন্দ্র-সৌম্যজিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ফকিরা, জোজো এবং আরও অনেক গুণী  শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন। ইমন আগের বছর থেকে শুরু করেছেন “নতুন প্রতিভার খোঁজে”। বাংলার সেরা গায়ক-গায়িকাদের খুঁজে তাদের সুযোগ করে দিচ্ছেন তিনি। গত বছর এবং এই বছরের সেরা নতুন প্রতিভারা বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের মেলে ধরবার সুযোগ পেল। গত বছরের সেরাদের নিয়ে নতুন মিউজিক আলব্যম “মন পলাশে” প্রকাশ করলেন ইমন।

এই এত বড় উৎসবে ইমনের সঙ্গী অবশ্যই ওঁর স্বামী নীলাঞ্জন আর কিছু কাছের মানুষ। ওঁদের নিরলস চেষ্টায় লিলুয়ার মানুষ বসন্ত উৎসবের সাক্ষী হয়। নাচে-গানে-রঙে এ বছরও রাঙিয়ে দিয়ে গেল ইমনের বসন্ত উৎসব।

(Feed Source: zeenews.com)