এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘এটা কোনও অভিনেত্রীদের লড়াই নয়।এটা হচ্ছে মোদিজির ভোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদিজিই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ টি আসন নিয়ে কখনও প্রধানমন্ত্রী হতেও পারবেন না।এবারে উনি জানেন, খাড়গে (Mallikarjun Kharge) কীসব নামটাম বলেছিলেন ! নিজের নামও করেননি। জানেন হতে (প্রধানমন্ত্রী) পারবেন না। ৪২ টি আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। এই লড়াইটা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মোদিজির লড়াই। মোদি বনাম মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নং ওয়ান দিয়ে যিনি এই দুর্নীতিগুলিকে ধামা চাপা দিতে চায়… দিদি নং ওয়ান আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু প্রকৃত দিদি নং ১ হচ্ছেন সেই সন্দেশখালির মহিলারা।’
প্রসঙ্গত, লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Incident)। তাই সন্দেশখালিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের অভিযোগ তুলে পথে নামলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।আজ চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোডের ওপর বসে অবরোধ শুরু করেন লকেট। ঘটনাস্থলে রয়েছে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সপ্তাহের প্রথম দিনে জিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তৈরি হয়েছে।
হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আজ সকাল থেকে তাঁর সমর্থনে দেওয়ালে লেখা শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় চলছে দেওয়াল লিখন। এরপর বাড়ি বাড়ি গিয়ে লিফলেটও বিলি করবেন বিজেপি কর্মী, সমর্থকরা। প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণার পরেই হুগলির জেলা পার্টি অফিসে এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর কর্মী, সমর্থকদের মিষ্টিমুখও করান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এলাকায় কোনও কাজই করেননি লকেট। এবার ভোটে গো-হারা হারবেন, কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
(Feed Source: abplive.com)