কৌশানীকে নিয়ে বোলপুরে শ্যুটিং শুরু হল শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’-র

কৌশানীকে নিয়ে বোলপুরে শ্যুটিং শুরু হল শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’-র

কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল আগেই, আর সপ্তাহের শুরু থেকেই শুরু হল ‘বহুরূপী’ সাজা। মঙ্গলবার থেকে বোলপুরে শুরু হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-র পুজোর ছবি ‘বহুরূপী’-র শ্যুটিং। বোলপুরে প্রথম শ্যুটিংয়ের শিডিউল রয়েছে। প্রথমদিন সেটে ছিলেন কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। আগামী ১৫ তারিখ থেকে শ্যুটিং শুরু হবে ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty) ও আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে নিয়ে।

২০২৩ সালের পুজোতে ‘রক্তবীজ’ (Roktobeej)-র হাত ধরে প্রথমবার থ্রিলার জ়ঁরে পা রেখেছিল উইন্ডোজ (Windows)। তাঁদের নতুন ছবিও এই জ়ঁরেরই। ছবির শ্যুটিং শুরু করার আগেই শিবপ্রসাদ জানিয়েছিলেন, তাঁদের কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেট ছবি হতে চলেছে ‘বহুরূপী’। শুধু তাই নয়, এখনও পর্যন্ত সবচেয়ে বেশিদিনের শ্যুটিং শিডিউল রয়েছে এই সিনেমার। এখনও পর্যন্ত যে যে ছবির শ্যুটিং হয়েছে, তার কোনোটাতেই এত সময় লাগেনি বলে জানিয়েছেন পরিচালক।

এই ছবিতে কেবল পরিচালনা নয়, অভিনয়ও করছেন শিবপ্রসাদ। ফলে স্বভাবতই তাঁর চাপ বেশ বেশি। ইতিমধ্যেই বোলপুরে পাড়ি দিয়েছেন নন্দিতা, শিবপ্রসাদ ও বাকিরা। বানতলা, ব্যারাকপুর, বেলডাঙা, বোলপুর, বহরমপুর, বেথুয়াডহরি ইত্যাদি জায়গায় শ্যুটিং হবে এই ছবির। মোট ৭৮ লোকেসনে শ্যুটিং হওয়ার কথা এই ছবি। তার প্রথম লোকেসন বোলপুর। ১৫ তারিখের মধ্যেই শেখানে হাজির হবেন অন্যান্য কলাকুশলীরাও।

‘মুক্তধারা ছবির শ্যুটিং চলাকালীনই এই বিষয়টা নিয়ে ছবি করার পরিকল্পনা হয়েছিল। সেটা বাস্তবায়িত হতে সময় লাগল ১১ বছর। পশ্চিমবঙ্গের বুকে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় ছবি। ওঁকে তো ‘প্রিন্স অফ পুজো’  বলতে পারি। ওর অভিনীত ছবি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, তারপরে ‘রক্তবীজ’  হিট হয়েছে পুজোতেই। পুজোর সময় আবীরের থ্রিলারধর্মী সিনেমা মানেই একটা বাড়তি আকর্ষণ। ঋতাভরীর সঙ্গে পরিচালক হিসেবে এটা আমাদের প্রথম কাজ। ‘ফাটাফাটি’-র সুপারহিট জুটিকে ফিরিয়ে আনা কর্তব্য বলেই মনে হয়েছিল।’

(Feed Source: abplive.com)