পুজোয় এস.আই সুমন্তর চরিত্রে আবির, লুকে বড় চমক
কলকাতা: এবার পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর সিনেমা ‘বহুরূপী’ (Bahurupi)। আর সেই ছবিরই মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আজ মুক্তি পেল সেই ছবিতে তাঁর লুক। এস.আই সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। এইব ছবির গল্প আবর্তিত হবে একটি ব্যাঙ্ক ডাকাতির গল্পকে ঘিরে। এই গল্পের হদিশ আগেই দিয়েছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। সত্যঘটনা নির্ভর এই…