ময়ূরের মাংস রান্না করে খাওয়ার ভিডিও পোস্ট! আটক ইউটিউবার
কলকাতা: কনটেন্ট বড় বিষম বস্তু… অন্তত তেলঙ্গানার ইউটিউবারের কান্ড শুনলে সেই কথাই মাথায় আসে। তেলঙ্গানার বন দফতরের এক অফিসার তেলঙ্গানার ওই ইউটিউবারকে আটক করেছেন ময়ূর মেরে তাঁর মাংস রান্না করার ভিডিও আপলোড করার অপরাধে। সিরসিল্লার বাসিন্দা কোডাম প্রণয় কুমার নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ময়ূরের মাংস রান্না করার একটি ভিডিও তৈরি করেছেন। শুধু রান্না নয়, সমাজমাধ্যমে ময়ূরের মাংস খাওয়ার একটি ভিডিও পর্যন্ত শেয়ার করে নিয়েছেন তিনি। বন্য প্রাণী হত্যা নিষিদ্ধ হওয়ার পরেও এই ময়ূরের মাংস খাওয়ার ভিডিও করা…