‘ময়দান’-এ নেমে আইনি জটে অজয়, চিত্রনাট্য চুরির অভিযোগে পিছোচ্ছে ছবির মুক্তি?

‘ময়দান’-এ নেমে আইনি জটে অজয়, চিত্রনাট্য চুরির অভিযোগে পিছোচ্ছে ছবির মুক্তি?

কলকাতা: আগামীকাল মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ছবি ‘ময়দান’ (Maidaan)। কিন্তু তার আগেই আইনি বিপাকে নতুন এই ছবি! চিত্রনাট্য চুরির অভিযোগে নির্মাতাদের কাছে পাঠানো হল আইনি নোটিশ!

বিষয়টা ঠিক কী? জানা যাচ্ছে, ঘটনাটি আসলে কর্ণাটকের। অনিল কুমার নামের এক চিত্রনাট্যকার দাবি করেছেন ‘ময়দান’ ছবির চিত্রনাট্যটি চুরি করা হয়েছে। এই মর্মে তিনি আদালতে মামলাও দায়ের করেন। এরপরে, মহীশূরের একটি আদালত এই ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ এনেছে। ঠিক কী দাবি করেছেন ওই চিত্রনাট্যকার? অনিলের দাবি, তিনি ১৯৫০ সালে ভারতের ফিফা বিশ্বকাপ না খেলাকে নিয়ে একটি চিত্রনাট্য লিখেেছিলেন। ২০১০ সালে সেটি তিনি মুম্বইতে রেজিস্টারও করান। এরপরে, ২০১৯ সালে ‘ময়দান’ ছবিটির সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী ডেকে পাঠান অনিলকে। তিনি আরও দাবি করেছেন, অনিলের মুখে নাকি গোটা গল্পটি শোনেন সুখদাস। বেশ পছন্দও হয়। ছবিটি নিয়ে সিনেমা তৈরির হওয়ার কথাও কার্যত পাকা হয়ে গিয়েছিল বলে দাবি করছেন অনিল। কথা ছিল, ছবিটি তৈরি হলে তার প্রযোজনা নাকি করবেন আমির খান (Abor Khan)।

কিন্তু বাস্তবে তা হয়নি। এই গল্প নিয়ে যে কাজ শুরু হচ্ছে বা ছবি তৈরি হচ্ছে, সেই কথা জানতেনই না অনিল। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ছবির প্রচার শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন এই ছবিটি নিয়ে কাজ হচ্ছে। ট্রেলার এবং বিভিন্ন কলাকুশলীদের সাক্ষাৎকার পরেই নাকি অনিলের কাছে পরিষ্কার হয় সবটা। তাঁর দাবি, মূল গল্পকে সামান্য পরিবর্তন করে প্রায় গোটাটাই অনিলের চিত্রনাট্য ‘চুরি’ করে তৈরি হয়েছে ‘ময়দান’ ছবিটি। অনিল তাঁর চিত্রনাট্যের নাম রেখেছিলেন ‘পদকন্দুক’। এখানে তা বদলে করে নেওয়া হয়েছে ‘ময়দান’।

চিত্রনাট্যকার অনিলের দায়ের করা মামলার ভিত্তিতে ‘ময়দান’ ছবির প্রযোজক ও চিত্রনাট্যকারকে আইনি নোটিশ পাঠিয়েছে মহীশূর আদালত। এই মামলার আগামী দিন ২৪ এপ্রিল। তবে এখনও পর্যন্ত ছবির দিন ১১ এপ্রিলই চূড়ান্ত রয়েছে।

(Feed Source: abplive.com)