Anupam Roy: ইস্ট-ওয়েস্ট মেট্রোকে শুভেচ্ছা অনুপমের! জানতে চাইলেন, কবে জুড়বে সেক্টর ফাইভের সঙ্গে…

Anupam Roy: ইস্ট-ওয়েস্ট মেট্রোকে শুভেচ্ছা অনুপমের! জানতে চাইলেন, কবে জুড়বে সেক্টর ফাইভের সঙ্গে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, শুক্রবার শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো। গঙ্গার নীচ দিয়ে মেট্রোর চলাচল নিয়ে তুঙ্গে কৌতূহল। এরই মধ্যে প্রথমদিনেই এই রুটে মেট্রো চাপলেন সংগীতশিল্পী অনুপম রায়। শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে সাধারণের জন্য চালু হয়ে গেল এই হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রো। আর প্রথম দিনেই এই মেট্রো রেলে চেপে নিজের অনুভূতির কথা বললেন অনুপম।

কী বললেন ‘আমাকে আমার মতো’, ‘একবার বল’-খ্যাত অনুপম রায়?

অনুপম রায়কে খুবই উল্লসিত লেগেছে। তিনি বলেন, ‘আজ আমার প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো রাইড। এসপ্লানেড থেকে হাওড়া ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখন একদম নতুন। ঝকঝক করছে সবকিছু।’

সঙ্গে অনুপম যোগ করেন, ‘(এই) পরিষেবা মনে হয় মানুষের ভীষণ ভালো লাগবে। মানুষের উপকারে লাগবে। তাঁরা উপকৃত হবেন গোটা সিস্টেমটার জন্য। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।’

তবে সঙ্গে একটা প্রত্যাশার কথাও যোগ করেন শিল্পী। তিনি বলেন– ‘এই মেট্রো রেল আরও ছড়িয়ে পড়ুক। সেক্টর ফাইভের সঙ্গে দ্রুত কানেক্টেড হোক। তাহলে মানুষের আরও সুবিধা হবে।’

এদিকে একেবারে নতুন মেট্রো রুটের প্রথমদিনের রাইডেই অভিনব ভাবে ভোটের প্রচার সারলেন এক বিজেপিপ্রার্থী রথীন চক্রবর্তী। তিনি যাত্রীদের সঙ্গে আলাপচারিতা সারেন, তাঁদের চকোলেট দেন। স্টেশনের বাইরে ও ভিতরে উপস্থিত যাত্রীদের প্রতি তিনি আবেদন জানান, তাঁরা যেন বিজেপি প্রার্থীদের জয়ী করেন।

হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণে আজ, শুক্রবার ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে। নির্ধারিত সময়ে গেট খুললে প্রথমবারের জন্য মেট্রো চাপার জন্য সাধারণের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপিপ্রার্থী রথীন জানান,’আজকের দিনটি ঐতিহাসিক। আমরা গর্বিত, নরেন্দ্র মোদী এটা সকলের জন্য করেছেন।’

রথীনের সঙ্গে উপস্থিত ছিলেন আর এক বিজেপি নেতা উমেশ রাই। তিনি বলেন, ‘দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল। এর পর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হল। মোদীজি যেটা বলেন সেটাই করে দেখান, এটাই মোদীর গ্যারান্টি।’

(Feed Source: zeenews.com)