AIFF-এর বাজেটে কাট, চাপে পড়তে পারে I-league

AIFF-এর বাজেটে কাট, চাপে পড়তে পারে I-league

শুভব্রত মুখার্জি- ভারতীয় ফুটবলের উন্নতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ। তবে এবার তাদের নেওয়া একটি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় ফুটবলে। গত বছরের মতন এই বছরে ভারতীয় ফুটবল ঘাটতির বাজেট পেশ করেনি।

গত বছর বাজেটে প্রায় ২ কোটি টাকার ঘাটতির সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে এই বছরের বাজেটে লাভের মুখ দেখবে এআইএফএফ সে কথাও বলা হয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকা লাভের মুখ দেখছে এআইএফএফ। লাভের মুখ দেখার পরেও বেশ কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে তারা। বিভিন্ন টুর্নামেন্টের জন্য তাদের যে বাজেট থাকে তা থেকে প্রায় ২০ কোটি টাকা কমানোর সিদ্ধান্ত তাদের তরফে নেওয়া হয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে পারে আইলিগের মতন টুর্নামেন্টে!

২০২৩-২৪ মরশুমে এআইএফএফের যে সম্ভাব্য রোজগার দেখানো হয়েছে তাতে প্রায় ১১ কোটি টাকা কম রোজগার করতে চলেছে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর তার ফলেই এর সরাসরি প্রভাব পড়তে চলেছে টুর্নামেন্ট আয়োজনের বাজেটে। রবিবার এআইএফএফের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ফুটবলিং বিষয়ে বাজেট পেশ করা হয়েছে। সেখানে ফুটবল বিষয়ক খরচের ক্ষেত্রে বাজেট অনেকটাই কমানো হয়েছে। কাটছাঁট করা হয়েছে। আর তাতেই সিঁন্দুরে মেঘ দেখছেন ভারতীয় ফুটবলের বিশেষজ্ঞরা। এর ফলে বাজেভাবে প্রভাব পড়তে পারে বিভিন্ন টুর্নামেন্টের উপর। বিশেষ করে আইলিগের মতন টুর্নামেন্টে।

২০২৪-২৫’এ এআইএফএফের টুর্নামেন্ট আয়োজনের যে বাজেট দেওয়া হয়েছে তাতে ২০ কোটি টাকা কমানো হয়েছে। ২০২৩-২৪’এ সংখ্যাটা ছিল ৬২.২৫। যা ২০২৪-২৫’এ দাঁড়ালো ৪২.৮৪ কোটি। ব্যয়ের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা ১৪.২০ কোটি থেকে কমিয়ে করা হয়েছে ১০.১৮ কোটি। ফলে সবথেকে বাজেভাবে প্রভাবিত হবে আইলিগের প্রথম ডিভিশন। সন্তোষ ট্রফি এবং খেলো ইন্ডিয়া মেয়েদের লিগ বাদ দিয়ে সমস্ত টুর্নামেন্টের টাকা কমানো হল।

তবে সিনিয়র মহিলা দলের ক্যাম্পের জন্য বরাদ্দ টাকা বৃদ্ধি পেয়েছে। তিন কোটি থেকে বেড়ে তা হয়েছে ৮.২৭ কোটি। তবে অনূর্ধ্ব -২০ এবং অনূর্ধ্ব -১৭’ টুর্নামেন্টগুলোর বাজেট অনেকটাই কমানো হয়েছে। পুরুষ দলের বেতনের বাজেট ৮.৯ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে ১১.২১ কোটি। মহিলা দলের ক্ষেত্রে তা কমিয়ে ৩ কোটি থেকে করা হয়েছে ১.৮২ কোটি।

(Feed Source: hindustantimes.com)