ইতিহাস গড়া হল না, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই থামলেন লক্ষ্য সেন

ইতিহাস গড়া হল না, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই থামলেন লক্ষ্য সেন

শুভব্রত মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টনের বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা নবীন শাটলার লক্ষ্য সেন। সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক গেমস। তার আগে বেশ ভালো ফর্মেই রয়েছেন ভারতীয় এই শাটলার। চলতি সপ্তাহে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। সেই ফর্মকে সম্বল করেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে সেমিফাইনালে লড়াই করেও হারতে হল তাঁকে। ফলে অল্পের জন্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য সেন।

শনিবার বার্মিংহামে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লক্ষ্য মুখোমুখি হয়েছিলেন জোনাথন ক্রিস্টির। যেখানে জোনাথনের কাছে হারতে হয় তাঁকে। তাঁর এই হারের ফলে ভারতকে আরও একবছর অপেক্ষা করতে হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শিরোপা জিততে। উল্লেখ্য ২০২২ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য সেন। তবে সেবার ফাইনালে অল্পের জন্য হারতে হয়েছিল তাঁকে। তিন গেমের লড়াই করে ২-১ ফলে হারিয়েছিলেন ক্রিস্টি। ফাইনালে ক্রিস্টির পক্ষে স্কোর ২১-১২,১০-২১,১৫-২১। এই দিন বিশ্ব ক্রমতালিকায় নয় নম্বরে থাকা ক্রিস্টির বিরুদ্ধে প্রথম গেম জিতেও ম্যাচে কাজে লাগাতে পারেনি ভারতীয় শাটলার।

প্রসঙ্গত সেন গত সপ্তাহে ফরাসি ওপেনের সেমিফাইনালে গিয়েছিলেন। যদিও গত সপ্তাহে তিনি কোর্টেই কাটিয়েছেন ৪৯১ মিনিট! পরপর কয়েকটি ম্যাচে তিন গেমের লড়াই লড়তে হয়েছে তাঁকে। যা তাঁকে কিছুটা হলেও শারীরিকভাবে ক্লান্ত করেছে। সেমিফাইনালে এই ক্লান্তির কিছু কিছু লক্ষণ চোখে পড়েছে। রবিবার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ক্রিস্টি মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার অ্যান্থোনি সিনিসুকার।

পরপর দুটি টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়াতে ক্রমতালিকায় অনেকটাই সুবিধাজনক জায়গায় যাবেন লক্ষ্য সেন। এই তালিকা থেকেই নির্ধারিত হবে প্যারিস অলিম্পিক গেমসে কারা যোগ্যতা অর্জন করবেন। এপ্রিল মাসের শেষ দিকে প্রকাশিত হবে এই তালিকা। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে লক্ষ্যর প্যারিসে যাওয়ার টিকিট নিশ্চিত হবে। যদিও কয়েক সপ্তাহ আগে ছবিটা ছিল একেবারেই ভিন্ন। মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ডেই হেরেছিলেন তিনি। সংশয় তৈরি হয়েছিল তাঁর প্যারিস যাওয়া নিয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুরন্ত কামব্যাক করেছেন লক্ষ্য সেন।

(Feed Source: hindustantimes.com)