Earthquake under Indian Ocean: ফের ভারত মহাসাগরের তলদেশে ভয়াল ভূমিকম্প…তোলপাড় ১০ কিমি গভীরের শিলাস্তর! ভয়াল সুনামি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর একটি ২০০৪ সাল? এবার কাঁপুনি ধরল সিঙ্গাপুরে (Singapore)। ভয়াল ভূকম্প (deadly earthquake) অনুভূত হল সেখানে। কম্পনের মাত্রা ছিল ৪.৮ (A 4.8 magnitude earthquake)। উৎসস্থল ভারত মহাসাগরে (Indian Ocean) ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। বুধবার গভীর রাতে, ১টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কতটা ক্ষয়ক্ষতি? এখনও পর্যন্ত এই ভূকম্পনের জেরে সেদেশে কতটা ক্ষয়ক্ষতি ঘটেছে, তা জানা যায়নি। সুনামি কি আসছে (Tsunami Alert)? না, প্রাথমিক ভাবে জারি হয়নি সুনামি-সতর্কতাও (no immediate reports…










