Marriage Break Up: বিয়ে ‘ভাঙাচ্ছে’ সোশ্যাল মিডিয়াই! ৪০ দিনে ১৫০ জন দম্পতির… সমীক্ষায় বিস্ফোরক তথ্য..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে। জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কত স্বপ্ন, কত আশা নিয়ে পথ চলা শুরু করেন দম্পতিরা। কিন্তু সবটাই কি মসৃণ হয়? সব সম্পর্ক কি পরিণতি পায় সাতপাকে? কখনও কখনও জীবনে এমন অপ্রত্য়াশিত বাঁকে এনে দাঁড় করিয়ে দেয় যে, ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা। বহু প্রতীক্ষিত সেই বিয়ে হয়তো আর করা ওঠে না অনেকেরই। ঠিক যেমনটি ঘটেছে ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলে জীবনে। এক্ষেত্রে পাত্র ও পাত্রী দু’জনই সেলিব্লিট। ফলে আলোচনা চলেছে বিস্তর। ইদানিং…










