Calcutta High Court: ছিল সরকার, হল চট্টোপাধ্যায়! জন্মের ১৫ বছর পর কিশোরের ‘বাবা’ বদল, নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: ছিল সরকার, হল চট্টোপাধ্যায়! জন্মের ১৫ বছর পর কিশোরের ‘বাবা’ বদল, নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট সূত্রে খবর, ১৫ বছর বয়সি ওই কিশোরের জন্মের আগে থেকেই তাঁর জন্মদাতা বাবা এবং মা আলাদা থাকতে শুরু করেন৷

প্রতীকী ছবি৷ Calcutta High Court: ছিল সরকার, হল চট্টোপাধ্যায়! জন্মের ১৫ বছর পর কিশোরের ‘বাবা’ বদল, নির্দেশ হাইকোর্টের
প্রতীকী ছবি৷

কলকাতা: জন্মদাতা বাবা একজন৷ কিন্তু সন্তান স্নেহে প্রকৃত বাবার মতোই দায়িত্ব পালন করেছেন অন্য একজন মানুষ৷ নিজের স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে নিজের পিতৃপরিচয় দিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি৷ শেষ পর্যন্ত সেই আর্জিতে সাড়া দিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের এই নির্দেশের ফলেই ১৫ বছর বয়সে বাবা বদল হতে চলেছে এক কিশোরের৷

হাইকোর্ট সূত্রে খবর, ১৫ বছর বয়সি ওই কিশোরের জন্মের আগে থেকেই তাঁর জন্মদাতা বাবা এবং মা আলাদা থাকতে শুরু করেন৷ ২০১০ সালে অসীম (নাম পরিবর্তিত) নামে ওই কিশোরের জন্ম৷ জন্মদাতা বাবার পদবী যেহেতু সরকার ছিল, তাই জন্মের পর কিশোরের পদবীও ছিল সরকার৷

কিশোরের জন্মের পরই তাঁর মা নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ তিনি যাঁকে বিয়ে করেন, তাঁর পদবী চট্টোপাধ্যায়৷ সৎ বাবা হলেও মায়ের দ্বিতীয় স্বামীই ছোট থেকে অসীমকে নিজের সন্তান স্নেহেই বড় করেন৷ বাবা আর ছেলের সম্পর্কে একমাত্র কাঁটা হয়ে বিঁধছিল কিশোরের সরকার পদবী৷ অসীম যাতে তাঁর পদবী এবং নাম পিতৃপরিচয় হিসেবে ব্যবহার করতে পারে, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তাঁর সৎ বাবা৷

কলকাতা হাইকোর্টের কৌশিক চন্দ এ দিন সেই আর্জির পরিপ্রেক্ষিতে জানান, আইনি পদ্ধতি মেনে ওই কিশোরকে দত্তক নিতে হবে তাঁর সৎ বাবাকে৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই কলকাতা পুরসভায় আবেদন করে কিশোরের জন্ম শংসাপত্রে প্রয়োজনীয় বদলের জন্য আবেদন করতে পারবেন তাঁর বর্তমান অভিভাবকরা৷

বিচারপতি চন্দ কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন, দত্তক প্রক্রিয়া সম্পন্ন হলে কিশোরের অভিভাবকরা আবেদন করার দু সপ্তাহের মধ্যেই জন্ম শংসাপত্রে পিতৃপরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় বদল করে দিতে হবে৷ যদিও এ বিষয়ে কিশোরের মা এবং সৎ বাবা কেউই মুখ খুলতে চাননি৷