Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Punjab News: কানাডা থেকে ফিরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, পঞ্জাবে পুলিশের জালে স্ত্রী!
Punjab News: কানাডা থেকে ফিরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, পঞ্জাবে পুলিশের জালে স্ত্রী!

মৃত গুরবিন্দর সিং-এর বোনের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে হয় রূপিন্দার এবং গুরবিন্দরের৷ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী! নিজের প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের অভিযোগে কানাডা থেকে ভারতে ফিরে আসা এক মহিলাকে গ্রেফতার করা হল৷ শুক্রবার রাতে পঞ্জাবের ভাটিন্ডার ফরিদকোটের সুখানওয়ালা গ্রাম থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়৷ ধৃত ওই মহিলার নাম রূপিন্দার কৌর৷…

Read More