মৌনী অমাবস্যায় বাবার সঙ্গে মহাকুম্ভে শ্রীমা, কী অভিজ্ঞতা হল অভিনেত্রীর?
কলকাতা: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য্য। সঙ্গী বাবা ও পরিবারের মানুষেরা। কাকভোরে পরিবারের সকলের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পৌঁছেছিলেন শ্রীমা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। অন্যদিকে আজই মহাকুম্ভে ঘটে গিয়েছে দুর্ভাগ্য়জনক ঘটনা। সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়ধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক…