শেষ মুহূর্তের চমক! আরসিবিতে যোগ দিচ্ছেন জোফ্রা আর্চার?

শেষ মুহূর্তের চমক! আরসিবিতে যোগ দিচ্ছেন জোফ্রা আর্চার?

নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে এ মরশুমের আইপিএলে (IPL 2024) মাঠে নামতে চলেছেন জোফ্রা আর্চার (Jofra Archer)? ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের সাম্প্রতিক এক পোস্ট ঘিরে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘদিন ধরেই চোট আঘাতে ভুগছিলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার। ২০২২ সালের নিলামে আর্চারকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিলেও, এ বারের নিলামের আগে তাঁকে পল্টনরা ছেড়ে দেয়ে। গত মরশুমে মাত্র চার ম্যাচ খেলার পরেই ফের ২৮ বছর বয়সি ইংল্যান্ড তারকাকর কুনইয়ে চোট লাগে। টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকার জেরেই মূলত নিলামে দল পাননি আর্চার। তবে সদ্যই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর্চার একটি ছবি পোস্ট করেছেন। যা থেকেই জল্পনা শুরু হয়েছে। সেই স্টোরি অনুযায়ী আর্চার বেঙ্গালুরুতে আরসিবির ক্যাফেতে গিয়েছিলেন। এরপরেই তাঁর আরসিবিতে যোগ দেওয়ার জল্পনা জোরকদমে শুরু হয়েছে।

আরসিবি ক্যাফেতে আর্চার

গত বছরের মে মাসের পর দীর্ঘদিনের চোট সারিয়ে আর্চার সদ্যই মাঠে ফিরেছেন। দিন দু’য়েক আগেই আর্চারের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। তিনি আপাতত ভারতেই। তাঁর কাউন্টি দল সাসেক্সের সঙ্গে প্রাক মরশুম প্রস্তুতি সারতে বেঙ্গালুরুতে রয়েছেন। আলুরে দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে সাসেক্সের বিরুদ্ধেই ম্যাচে খেলেন জোফ্রা। সাসেক্সের পোস্ট করা এক ভিডিওতে সেই ম্যাচে আর্চারকে উইকেট ভাঙতেও দেখা যায়।

আর্চারের ফিটনেস ফেরার পরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। আরসিবির ক্যাফেতে তার উপর এই পোস্ট জল্পনা বাড়াচ্ছে। হয়তো শেষ মুহূর্তে আইপিএলে আর্চারকে খেলতে দেখা যাবে বলে মনে করছেন আরসিবি অনুরাগীরা। আরসিবির কোনও ক্রিকেটার চোট আঘাতের কবলে পড়লে আর্চারকে বদলি হিসাবে নেওয়া যেতেই পারে কিন্তু।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে শুধু ক্রিকেট খেলা নয়, আর্চারকে সামাজিক কল্যাণমূলক কাজও করতে দেখা যায়। বেঙ্গালুরুতে একটি স্কুলেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জোফ্রা। সেখানে গরীব বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিলেন ইংরেজ পেসার। সেই ছবিও সাসেক্সের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

(Feed Source: abplive.com)