বিজেপিতে যোগ দিলেন সুফি সাধক, সংখ্যালঘু ভোট টানতেই উদ্যোগী অমিত শাহ

বিজেপিতে যোগ দিলেন সুফি সাধক, সংখ্যালঘু ভোট টানতেই উদ্যোগী অমিত শাহ

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এখন চূড়ান্ত পর্যায়ে সব রাজনৈতিক দলই কাজ শুরু করে দিয়েছে। প্রচার থেকে দল ভাঙানোর খেলা এবং স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকে প্রার্থী করা। একেকটি রাজনৈতিক দলের ইস্যু একেকরকম। তার মধ্যে দেশের তামাম বিরোধীরা একছাতার তলায় এসে ইন্ডিয়া জোট গড়ে তুলেছে। তাতে বেশ চাপে আছে বিজেপি। শুধু রামমন্দির ইস্যু দিয়ে যে ভোট বৈতরণী পার করা যাবে না সেটা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এই আবহে নানারকম প্রার্থী করতে দেখা যাচ্ছে বিজেপিকে। তেলাঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদে ইস্তফা দিয়েছেন তামিলিসাই সৌন্দরারাজন। সূত্রের খবর, তাঁকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছে বিজেপি।

আবার সংখ্যালঘু ভোট ধরতে সৈয়দ তালেফ তাজিকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সুতরাং যাঁরা সিএএ সারা দেশে কার্যকর করে মুসলিম সমাজকে দেশ থেকে সরিয়ে দেওয়ার ছক করেছে তাঁরা এমন প্রার্থী করতে চলায়— সবটাই রাজনীতির জন্য বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। তবে এখন এটাই বড় খবর জাতীয় রাজনীতির অলিন্দে। কারণ এমনটা ভাবা বিজেপির লাইন নয়। সৈয়দ তালেফ তাজিকে বলা হয় ‘‌সাজ্জাদা নাশিন’‌। অর্থাৎ তাজবাগ দরগার অভিভাবক। সুতরাং তাঁর কথা শোনে বিপুল পরিমাণ মুসলিম ধর্মাবলম্বীর মানুষজন। আর এই ভোটটাই বিজেপির ভোটবাক্সে নিয়ে আসতে পারলে অনেকটা রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর তাই তালেফ তাজিকে বিজেপিতে যোগদান করানো হয়েছে।

সোমবার বিজেপিতে যোগদান করেছেন সৈয়দ তালেফ তাজি। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ তিনি ধর্মপ্রচারক। আর তাঁকে বিজেপি দলে নিয়ে সেই ধর্মের সুড়সুড়ি দিতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। ধর্মকে ঢাল করে ভোট বৈতরণী পার করার কৌশল নিয়েছে বিজেপি বলে মনে করছেন বিরোধী দলগুলি। তাতে অবশ্য পাত্তা দিতে নারাজ বিজেপি। এই সৈয়দ তালেফ তাজি আসলে কে?‌ এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে ইনি তাজুদ্দিন বাবার চতুর্থ বংশধর। ১৯ শতকে মুসলিম সমাজের কাছে বড় আশা–ভরসার জায়গা ছিলেন এই তাজুদ্দিন বাবা। শুধু তাই নয়, ওই সময়ে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই তাজুদ্দিন বাবাকে শ্রদ্ধা–ভক্তি করতেন। সেই পরিবারের বংশধরকে নিয়ে এসে চমক দিল বিজেপি।

তবে এই যোগদান খুব সহজে হয়নি। কার ফোনে এমন যোগদান?‌ এই প্রশ্নের উত্তর দিনভর খোঁজেন রাজনীতির কারবারিরা। তবে শেষে খোঁজখবর করে জানা যায়, কেন্দ্রীয় অমিত শাহের বার্তা পেয়েই বিজেপিতে যোগ দেন সৈয়দ তালেফ তাজি। আর এই কথা তিনি নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন। সুতরাং লোকসভা নির্বাচনের আবহ বুঝেই এবার আস্তিনের তাস বের করতে শুরু করেছে বিজেপি। যার নেপথ্যে রয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই খবর চাউর হতেই আরও চর্চা জোরালো হয়েছে জাতীয় রাজনীতিতে। এছাড়া তাজবাগে সুফি করিডর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। যেখান থেকে সংখ্যালঘুদের জন্য সামাজিক প্রকল্পগুলি প্রচার করা হবে।

(Feed Source: hindustantimes.com)