ডার্বিতে ৫ গোল হজম করা ইস্টবেঙ্গলের গোলরক্ষককে বাগানের কোচ বাস্তব-অভ্রের বার্তা

ডার্বিতে ৫ গোল হজম করা ইস্টবেঙ্গলের গোলরক্ষককে বাগানের কোচ বাস্তব-অভ্রের বার্তা

মাঠের লড়াই মাঠেই থাক। মাঠের বাইরে দৃষ্টান্ত হয়ে থেকে যাক মোহনবাগান যুব দলের কোচ বাস্তব রায়ের ‘গুরুমন্ত্র’। প্রতিপক্ষ দলের বিধ্বস্ত গোলকিপারকে জীবনের পাঠ দিলেন সবুজ-মেরুনের কোচ। আসলে সিনিয়র ফুটবলে এ মরশুমের মতো ডার্বি শেষ হয়ে গিয়েছে। এ বার ছোটদের ডার্বিতে মস্তানি করল মোহনবাগান। কার্যত পচাত্তরের স্মৃতি ফিরিয়ে আনলেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। ইস্টবেঙ্গলকে ৫ গোলের মালা পরাল মোহনবাগান।

আরএফডিএল যুব ডার্বিতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ গোলকিপার রণিত সরকার ম্যাচের শেষে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তাঁকে কাঁদতে দেখে এগিয়ে যান বাস্তব রায় ও অভ্র মণ্ডল। ইস্টবেঙ্গল গোলকিপার রণিতের পিঠে হাত রাখেন তাঁরা এবং সান্ত্বনা দেন তরুণ ইস্টবেঙ্গল গোলরক্ষককে।

সেই সময়ে বাস্তব রায় বলেন, ‘এখানেই সব কিছু শেষ নয়। এটা তো ডেভেলপমেন্ট লিগ। খেলতে খেলতেই শিখতে হবে। ও কান্নায় ভেঙে পড়েছিল। সেটাই স্বাভাবিক। ও যখন ভেঙে পড়েছে, তখন ওকে গিয়ে আমি ছাড়া আর কেইবা বুস্ট আপ করবে। ওকে বলেছি, এই ম্যাচটা যা হওয়ার হয়ে গিয়েছে, পরের ম্যাচটায় তোমাকে ক্লিন শিট রাখতে হবে। আমার পক্ষে যতটা উৎসাহ দেওয়া সম্ভব, সেটা করে এসেছি।’ এখানেই শেষ নয়, বাস্তব রায় আরও বলেন, ‘এই ধরনের লিগ থেকেই তো শিখতে হবে। যত শিখবে ততই মানসিকতা তৈরি হবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচে মানসিকতাই তো আসল ব্যাপার। ভেঙে পড়লে চলবে না।’

এদিকে রণিত সরকারের পাশে দাঁড়িয়েছেন মোহনবাগানের যুব দলের গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল। তিনিও একটা সময়ে সিনিয়র ফুটবল দলের হয়ে পাঁচ গোল হজম করেছিলেন। তিনি জানেন পাঁচ গোল হজম করার পরে মনে কী অবস্থা হয়। এই দিন রণিত সরকারের পাশে দাঁড়িয়ে অভ্র মণ্ডল জানান, ‘সত্যি বলতে আমি জানি ডার্বিতে পাঁচ গোল হজম করার পরে গোলকিপারর মনের কী অবস্থা হয়। আমি নিজেও সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। রণিতের কেরিয়ার সবে শুরু হয়েছে। ওকে বলেছি এই ম্যাচটা ভুলে যাও, পরের ম্যাচে দিকে তাকাও। পরবর্তী সুযোগে নিজের সেরাটা দিও।’ অভ্র মণ্ডল আরও বলেছেন, ‘বিশ্ব ফুটবলে পাঁচ-ছয় গোল হজম করাটা বড় ইস্যু নয়। অনেক নামী গোলকিপার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ গোল খেয়েছে। কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তোমাকেও সেটা করতে হবে।’

(Feed Source: hindustantimes.com)