ব্র্যাড পিটের চরিত্রের সঙ্গে তুলনা, ক্যাপ্টেন কুলকে নিয়ে অবাক করা তথ্য দিলেন হাসি

ব্র্যাড পিটের চরিত্রের সঙ্গে তুলনা, ক্যাপ্টেন কুলকে নিয়ে অবাক করা তথ্য দিলেন হাসি

চেন্নাই: হলিউডের জনপ্রিয় একটি ছবি দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ব্র্যাড পিট। ছবিতে দেখা যায় ব্র্যাড একটি বিরল রোগের শিকার। যেখানে জন্মের সময়ই তিনি দেখতে অনেকটা আশি বছরের বৃদ্ধের মত ছিলেন। কিন্তু যত তাঁর বয়স বাড়ে ততই তিনি সুদর্শন পুরুষ হয়ে ওঠেন। বয়স যত বাড়তে থাকে, ততই শারীরিক শক্তিও বাড়তে থাকে ব্র্যাডের। ছবিতে মুখ্য চরিত্রের নাম ছিল বেঞ্জামিন বাটন। এবার সেই চরিত্রের সঙ্গেই মহেন্দ্র সিংহ ধোনির তুলনা করলেন মাইক হাসি।

৪৮ বছর বয়সি প্রাক্তন অজি ওপেনার সিএসকের ব্য়াটিং কোচ। একসময়ে ধোনির নেতৃত্বেই আইপিএলে খেলেছেন। এবার তিনি কোচের ভূমিকায়। ধোনি এখনও ৪২ বছরে ক্রিকেট খেলে যাচ্ছেন। হাসি বলছেন, ”ধোনি দারুণ প্রস্তুতি নিচ্ছে। ওঁর হাঁটুর পরিস্থিত আগের থেকে অনেক ভাল এখন। আমি অবশ্যই বলব ও বেঞ্জামিন বাটন। দিনে দিনে আরও বেশি ফিট ও তরতাজা হয়ে উঠছে।”

আগে যেমন ক্ষিপ্রতা ছিল রানিং বিট্যুইন দ্য উইকেটের ক্ষেত্রে, তেমনটা এখনও আশা করা ভুল, এটাও মনে করিয়ে দিচ্ছেন হাসি। তিনি বলছেন, ”ধোনির বয়স হাজার হলেও বেড়েছে। আগের মত ক্ষিপ্রতা ওঁর রানিং বিট্যুইন দ্য উইকেটের মধ্যে দেখা যাবে না। কিন্তু একটা ইনিংসে দৌড়াতে সেভাবে না পারলেও ও বল মাঠের বাইরে পাঠাতে এখনও ওস্তাদ। অনুশীলনেও তা দেখা যাচ্ছিল। যা খুবই খুশির খবর আমাদের জন্য।”

উল্লেখ্য়, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৭ তম মরশুম। প্রথম ম্য়াচেই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তাঁদের প্রতিপক্ষ আরসিবি। পি চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠেই চেন্নাই এবার তাঁদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে। প্রথম ম্য়াচেই ধোনি বনাম বিরাট ডুয়েল দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। আরসিবি এবার তাঁদের দলে নিয়েছে বেশ কয়কজন তারকা ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলের মত তারকা। এছাড়াও মঈন আলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মত অভিজ্ঞ ক্রিকেটাররা তো আছেনই। গত মরশুমে ফাইনালে গুজরাতকে হারিয়ে পঞ্চবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

(Feed Source: abplive.com)