‘এটাই রাজনীতি করার সময়’, গার্ডেনরিচে গিয়ে মেয়র,কাউন্সিলরের পদত্যাগ দাবি করলেন নৌশাদ

‘এটাই রাজনীতি করার সময়’, গার্ডেনরিচে গিয়ে মেয়র,কাউন্সিলরের পদত্যাগ দাবি করলেন নৌশাদ

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : গার্ডেনরিচে ( Garden Reach Building Collapse ) বহুতল-বিপর্যয়ের পর সেখানে একে একে ছুটে গিয়েছিলেন রাজনীতির হেভিওয়েটরা। সারারাত পাহাড়পুরে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার  সকালে সেখানে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেখানে বিজেপি নেতা সজল ঘোষ গেলে তাঁকে দেখে বিক্ষোভ দেখানো হয়। সোমবারও সারা রাত ধরে উদ্ধারকাজ চালায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। মঙ্গলবার বেলা বাড়তেই  গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল সরেজমিনে দেখতে যান আইএসএফ নেতা এবং ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি ( Naushad Siddiqui ) ।

ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালেও যান আইএসএফ নেতা। তাঁর দাবি এলাকায় বেআইনি নির্মাণ যদি নিযন্ত্রণ করতে না পারেন তাহলে মেয়র এবং কাউন্সিলরের পদত্যাগ করা উচিত।

আইএসএফ নেতা এদিন বলেন, ‘ গার্ডেনরিচকাণ্ড নিয়ে রাজনীতি করতে চাই না। কিন্তু, এটাই রাজনীতি করার সময়। এখন কঠোরভাবে রাজনীতি করলে আগামী দিনে শহরে অবৈধ নির্মাণ বন্ধ হবে।’ নৌশাদের দাবি, শুধু প্রমোটারকে গ্রেফতার করে এই জনরোষ বা বিক্ষোভ প্রশমিত করা যাবে না। এই পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণে যারা যারা যুক্ত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। ‘ সেই সঙ্গে তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

গার্ডেনরিচের ঘটনাস্থল ঘুরে দেখার পর রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সোমবার বেআইনি নির্মাণের কথা মেনে নিলেও স্থানীয় কাউন্সিলরকে ক্লিনচিট দেন এ শহরের মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি এই এলাকার বিধায়কও। তিনি বলে দেন, কাউন্সিলরের পক্ষে কোন নির্মাণ বেআইনি তা জানা সম্ভব নয়, সেটা প্রশাসনের কাজ।  কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পরপর ২ বারের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। তাঁর সঙ্গে ধৃত প্রমোটারের ছবি ভাইরাল হয়েছে।  এই নিয়ে নৌশাদের কটাক্ষ, ‘ মেয়র ও কাউন্সিলর বলছেন প্রোমোটারকে চেনেন না। খোঁজ নিলে দেখা যাবে হয় তো তাঁদের বাড়িতেও টাকা গেছে।’ ফিরহাদ হাকিম ও শামস ইকবালের প্রতি যুগপৎ আক্রমণ শানান ভাঙড়ের আইএসএফ বিধায়ক।  ধৃত অভিযুক্ত প্রোমোটারের সঙ্গে মেয়র ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভাইরাল ছবির প্রসঙ্গ তুলেও সরব হন নৌশাদ সিদ্দিকি।  নৌশাদের  বক্তব্য,  সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজে আরও গতি আনার দরকার ছিল।

(Feed Source: abplive.com)