China: দীর্ঘ প্রায় এক দশক পরে বিয়ের সংখ্যা বেড়েছে দেশে! খুশির হাওয়া বাতাসে…

China: দীর্ঘ প্রায় এক দশক পরে বিয়ের সংখ্যা বেড়েছে দেশে! খুশির হাওয়া বাতাসে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে শিশুজন্মহার কমছে, বয়স্কদের সংখ্যা বাড়ছে, চিনে বিয়েও কমছে– এ নিয়ে বহুদিন ধরেই চিন জুড়ে হা-হুতাশ চলছিল। বিষয়টি চিনের পক্ষে যথেষ্ট ভীতিপ্রদই হয়ে উঠছিল। কেননা, এর জেরে আগামী দিনে চিনে নানা কিসিমের সংকট জন্ম নিতে পারে বলে আশঙ্কা করছিলেন সেদেশের সমাজবিদেরা। আর এরই মধ্যে সুখবর। চিনে বিয়ের হার এবার বেড়েছে!

তথ্য বলছে, গত এক দশক চিনে বিয়ের হার কমেছে। চিনা তরুণ-তরুণীদর মধ্যে বিয়ে করার প্রবণতাও ছিল নিম্নমুখী। এরই মধ্যে গত বছর দেখা গেল ভিন্ন চিত্র। তথ্য বলছে, এক বছর আগের তুলনায় ২০২৩ সালে চিনে বিয়ের হার ১২.৪ শতাংশ বেড়েছে। করোনা অতিমারির কারণে চিনে অনেকেই বিয়ের সময় পিছিয়ে দিয়েছিলেন। করোনার প্রকোপ কমতেই তরুণদের মধ্যে বিয়ের হার বাড়ার কথা ছিল। তবে প্রথমদিকেই প্রত্যাশামতো বাড়েনি। ২০২৩ সালে এসে বাড়ল।

গত বছর চিনে ৭৬ লাখ ৮০ হাজার বিয়ে হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৮ লাখ ৪৫ হাজার বেশি! চিনে এর আগে ২০১৩ সালে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার বিয়ের সংখ্যা রেকর্ড করা হয়েছিল। চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি ‘বার্থ-ফ্রেন্ডলি সোসাইটি’র কথা ঘোষণা করেছেন। তা ছাড়া দেশে একটা ভারসাম্যপূর্ণ জনসংখ্যা রাখার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি শিশুজন্ম, শিশুর লালনপালন ও শিক্ষার জন্য খরচ কমানোর কথাও বলেন।

চিনের জনসংখ্যা বৃদ্ধির হার টানা দু’বছরের মতো গত বছরেও কমতে দেখা গিয়েছিল। শিশুজন্মহার কমে যাওয়া ও করোনা অতিমারিতে বহু মানুষের মৃত্যুতে চিনের জনসংখ্যা কমতেও দেখা গিয়েছে। আশঙ্কা ছিল, এই নেতিবাচক ধারা চলতে থাকলে দীর্ঘ মেয়াদে তা দেশের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ঠিক এই প্রেক্ষিতেই বিয়ের হার বাড়ায় চিনের নীতিনির্ধারকেরা খুশি। তাঁরা এখন আশা করছেন, এ বছর অন্তত জনসংখ্যা কমে যাওয়ার হার থেকে বেরিয়ে আসতে পারবেন তাঁরা।

(Feed Source: zeenews.com)