China: দীর্ঘ প্রায় এক দশক পরে বিয়ের সংখ্যা বেড়েছে দেশে! খুশির হাওয়া বাতাসে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে শিশুজন্মহার কমছে, বয়স্কদের সংখ্যা বাড়ছে, চিনে বিয়েও কমছে– এ নিয়ে বহুদিন ধরেই চিন জুড়ে হা-হুতাশ চলছিল। বিষয়টি চিনের পক্ষে যথেষ্ট ভীতিপ্রদই হয়ে উঠছিল। কেননা, এর জেরে আগামী দিনে চিনে নানা কিসিমের সংকট জন্ম নিতে পারে বলে আশঙ্কা করছিলেন সেদেশের সমাজবিদেরা। আর এরই মধ্যে সুখবর। চিনে বিয়ের হার এবার বেড়েছে! তথ্য বলছে, গত এক দশক চিনে বিয়ের হার কমেছে। চিনা তরুণ-তরুণীদর মধ্যে বিয়ে করার প্রবণতাও ছিল নিম্নমুখী। এরই মধ্যে গত বছর দেখা গেল ভিন্ন…