পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে।
মঙ্গলবার অর্থাৎ ৭ জুন থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। নর্থ ইস্ট স্মল ফাইনান্স ব্যাঙ্ক অর্থাৎ NESFB-এর এই শূন্যপদের জন্যে আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারা যাবে। আর তা করতে হলে NESFB-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আর সেই ওয়েবসাইটটি হল- nesfb.কম। ওয়েবসাইটে থাকা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়েই আবেদন করতে হবে এই শূন্যপদের জন্যে।
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে
বলে রাখা প্রয়োজন, আগামী ১৪ জুন পর্যন্ত NESFB-এর এই শূন্যপদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে ব্যাঙ্কের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। আর তা হল- https://nesfb.com/onlineapply.aspx।
৬০০ এরও বেশি পদে নিয়োগ-
বিজ্ঞপ্তি অনুযায়ী খবর, নর্থ ইস্ট স্মল ফাইনান্স ব্যাঙ্ক, NESFB মোট ৬২৫ টি শূন্যপদের জন্যে নিয়োগ করবে। যার মধ্যে ব্রাঞ্চ হেড হিসাবে ৮০টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড হিসাবে ১৩০ জনকে নিয়োগ করা হবে। জোনাল হেড পদের জন্যে ১০টি শূন্যপদ রয়েছে। বিজনেস ম্যানেজার হিসাবে ১৫টি শূন্যপদ, সিঙ্গল উইন্ডো অপরেটার হিসাবে কাজের জন্যে ৫০ জনকে নিয়োগ করা হবে। বিজনেস ডেভেলোপমেন্ট এক্সিকিউটিভ পদের জন্যে ৩৪০ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
নতুন করে বাড়তে শুরু করেছে করোনা পরিস্থিতি। আর সেদিকে তাকিয়ে নতুন করে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চাকরির জন্য দেশের যে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন পাশ যে কেউ আবেদন করতে পারবেন। এ ছাড়া আর কি যোগ্যতা লাগবে, তার উল্লেখ রয়েছে চাকরির বিজ্ঞপ্তিতে।
বয়সসীমা
এই চাকরির জন্য ২৭ বছর বয়স পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবেন।
(Source: oneindia.com)