Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু

Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু

‌মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের আদালতে যাওয়ার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকালই তিনি প্রধান বিচারপতির কাছে যাবেন।

বিধানসভার অধ্যক্ষ যখন মুকুল রায়কে নিয়ে নিজের অবস্থানের কথা জানাচ্ছেন, তখন ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দুবাবু। অধ্যক্ষের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, ‘‌এই বিষয়টি নিয়ে হাই কোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে। অধ্যক্ষ বলেছিলেন, বিরোধী দলনেতা যে তথ্য প্রমাণগুলি দিয়েছিলেন, সেটা পর্যাপ্ত নয়। এরপর আমি সুপ্রিম কোর্টের নির্দেশে হাই কোর্টে গিয়েছিলাম। হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, বিরোধী দলনেতা যে তথ্য প্রমাণ দিয়েছেন, সেটা ভেরিফায়েড ও ভ্যালিড। আদালত স্পিকারের চেয়ারের মর্যাদা রেখে সুযোগ দিয়েছিল। স্পিকার তাঁর সাংবিধানিক কর্তব্য পালন করতে পারলেন না। স্পিকার তৃণমূলের একজন কর্মী হিসাবে কাজ করলেন। কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব।’‌

এদিন বিধানসভার অধ্যক্ষ মুকুল রায় প্রসঙ্গে জানিয়েছিলেন, মামলাকারীর জমা দেওয়া ইলেকট্রনিক এভিডেন্সগুলির যথার্থতা প্রমাণ করা যায়নি। তাই তিনি আগের রায়ই বহাল রাখছেন। উল্লেখ্য, মামলাকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর তরফে কোনও আইনজীবী বিধানসভার অধ্যক্ষের রায় ঘোষণার সময় ছিলেন না। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‌মুকুল রায় বিজেপিতেই আছেন। তৃণমূলের মন উদার। তাই পুরনো বন্ধু জল খেতে এলে তৃণমূল ভদ্রতা করে।’‌

(Source: hindustantimes.com)