চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনে থাকছে চাঁদের হাট, কারা পারফর্ম করবেন, ঘোষণা বোর্ডের

চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনে থাকছে চাঁদের হাট, কারা পারফর্ম করবেন, ঘোষণা বোর্ডের

চেন্নাই: আইপিএলের (IPL 2024) বোধনের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। প্রথম ম্যাচেই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার লড়াই।

ক্রিকেটপ্রেমীরা অবশ্য বাইশ গজের দ্বৈরথের পাশাপাশি উন্মুখ হয়ে রয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান (IPL Opening Ceremony) ঘিরেও। আইপিএলের উদ্বোধন মানেই তো চাঁদের হাট। সম্প্রতি ডব্লিউপিএলের উদ্বোধনে তারকার মেলা বসে গিয়েছিল। শাহরুখ খান থেকে শুরু করে শাহিদ কপূর, কে ছিলেন না সেই তালিকায়! এবার আইপিএলের উদ্বোধনেও কি থাকছে চমক?

ভারতীয় ক্রিকেট বোর্ড অন্তত ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনই করছে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সুরকার, সঙ্গীতশিল্পী এ আর রহমান। যিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। যাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছে আট থেকে আশি।

তবে একা রহমান নন, আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাবেন আর একজন সঙ্গীতশিল্পী। সোনু নিগম। যাঁর কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বলিউডে একের পর এক সুপারহিট গান গেয়েছেন।

ডব্লিউপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়েছিলেন বলিউডের বাদশা। শাহরুখ খান পারফর্ম করেছিলেন ডব্লিউপিএলের বোধনে। আইপিএলের উদ্বোধনে থাকছেন বলিউডের খিলাড়ি। অক্ষয় কুমার শুক্রবার চিপক স্টেডিয়ামে পারফর্ম করবেন। সঙ্গে থাকবেন টাইগার শ্রফ। জ্যাকি শ্রফ পুত্র ডব্লিউপিএলের উদ্বোধনের পর আইপিএলের বোধনেও পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন। টাইগারের নাচ সকলের কাছেই বিশেষ আকর্ষণীয়। টাইগারের সিনেমা মানেই সেখানে সুরের সঙ্গতে থাকবে নাচের পারফরম্যান্স, এটাই দস্তুর। এবার ক্রিকেটপ্রেমীদেরও মাতাতে তৈরি তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ’টায়। সিএসকে বনাম আরসিবি ম্যাচ শুরু রাত আটটায়। তার ৩০ মিনিট আগে, সন্ধ্যা ৭.৩০-এ হবে টস। তবে সেদিন মাঠে যাঁরা যাবেন, বা, যাঁরা খেলা দেখবেন টিভি বা স্মার্টফোনে, সকলের কাছেই বিশেষ আকর্ষণীয় হতে চলেছে তারকাসমৃদ্ধ উদ্বোধনী অনুষ্ঠান।

(Feed Source: abplive.com)