‘বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট’…কার্ডে অনুরোধ পাত্রের বাবার

‘বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট’…কার্ডে অনুরোধ পাত্রের বাবার

কলকাতা: ধুমধাম করে দিচ্ছেন ছেলের বিয়ে। নিমন্ত্রণ রয়েছে বহু অতিথির। ছাপানো হয়েছে বিয়ের কার্ড (Vote Appeal in Wedding Card)। কিন্তু সেই বিয়ের কার্ডে রয়েছে অন্যরকম একটি আবেদন। না কোনও উপহার আনার আবেদন নয়, বরং সেখানে আবেদন করা হয়েছে যাতে কোনও অতিথি যেন বিয়ে উপলক্ষে উপহার না আনেন। তার বদলে একটি বিশেষ কাজের জন্য অনুরোধ করা হয়েছে। সেটি কী?

পাত্রের বাবা-মায়ের তরফ থেকে আবেদন করা হয়েছে অতিথি-অভ্যাগতরা যেন বিয়ের আশীর্বাদ উপলক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে (lok sabha election 2024) নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থনে নিজের ভোট দেন। সেটাই নাকি বিয়ে উপলক্ষে দেওয়া সবচেয়ে ভাল উপহার হবে। বিয়ের কার্ডে মোদির ছবি দিয়ে সেরকমই একটি আবেদনও লেখা রয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, তেলঙ্গানার (Telengana) সঙ্গারেড্ডির একটি পরিবার এমনই একটি পদক্ষেপ নিয়েছে। সাই কুমারের সঙ্গে মহিমা রানির বিয়ে উপলক্ষে এমনই আবেদন করা হয়েছে। ৪ এপ্রিল হবে সেই বিয়ে।

সোশ্যাল মিডিয়ায় (Viral in Social Media) এই বিয়ের কার্ডের ছবি এখন ভাইরাল। এমন উদ্যোগকে কেউ প্রশংসায় ভরিয়েছেন। কেউ আবার কটাক্ষও করেছেন। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। চারদিকে শুরু হয়েছে প্রচার। পথে-পথে ঘুরছেন প্রার্থীরা। দেওয়াল লিখন করছেন কর্মী-সমর্থকরা। সারা দেশ চষে ভোট প্রচার সারছেন রাজনীতির তারকা প্রচারকরা। তার মধ্যেই ভোট প্রচারের একেবারে অন্যরকম ছবি দেখা গেল তেলঙ্গানায়।

এমন উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৯ সালেও এমন ঘটনা সামনে এসেছিল। সেটাও ছিল হায়দরাবাদের ঘটনা। সেবার মুকেশ রাও ইয়ান্দে নামে এক ব্যক্তি তাঁর বিয়ের কার্ডে লিখেছিলেন উপহারের বদলে লোকসভা নির্বাচনে (Parliament Election 2024) নরেন্দ্র মোদির সমর্থনে ভোট দিতে। এএনআই সূত্রের খবর ছিল, ওই ব্যক্তি বলেছিলেন, ‘আমি অনেকদিন ধরেই বাজপেয়ীর ভক্ত। নরেন্দ্র মোদি ভাল কাজ করছেন। আমি চাই আমার অতিথিরা নরেন্দ্র মোদির সমর্থনে ভোট দিন।’ গুজরাতেও এমন ঘটনার ছবি সামনে এসেছিল।

(Feed Source: abplive.com)