নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জেরে এবার সাসপেন্ডেড বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে দেশে-বিদেশ কড়া সমালোচনার মুখে পড়ে ভারত (India)। আরব দুনিয়ার দেশ এবং মুসলিম দুনিয়ার প্রবল সমালোচনার মুখে পড়ে ভারত সরকার। তার জেরে ভারতকে বিশ্বমঞ্চে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়তে হয়। ইতিমধ্যেই ওই ঘটনার প্রসঙ্গ তুলে ভারতে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়দা।
কোন এফআইআর:
সূত্রের খবর, ২টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। একটিতে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) নাম রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্যা এবং ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার মতো অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে বহিষ্কৃত দিল্লি বিজেপির মিডিয়া সেলের নবীন কুমার জিন্দল- সহ আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে। ওই তালিকায় রয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের নামও।
এফআইআর-এ কার কার নাম:
-
- নূপুর শর্মা
-
- নবীন জিন্দাল
-
- সাবা নাকভি
-
- হিন্দু মহাসভার পূজা শাকুন পান্ডে
-
- মৌলানা মুফতি নাদিম
-
- শাদাব চৌহান এবং আরও অনেকে
কী অভিযোগ:
পুলিশ সূত্রের খবর, এফআইআর-এ যাদের নাম রয়েছে, দীর্ঘ সময় ঘরে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখা হয়েছিল। তারা যে বার্তা দিচ্ছেন সেখানে সম্প্রীতি নষ্ট করার মতো একাধিক উপকরণ হয়েছে। ওই পোস্টগুলির মাধ্যমে ঘৃণা ছড়ানোর কাজ করা হচ্ছে। সেই কারণেই এফআইআর করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
নূপুরের মন্তব্যের পরেই কুয়েত, কাতার, ইরাক, সৌদি আরব-সহ আরও একাধিক দেশ তীব্র প্রতিবাদ জানায়। ভারত সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। যদিও উল্টোদিকে দাঁড়িয়ে নূপুরকে সমর্থন করে বক্তব্য রেখেছিলেন নেদারল্যান্ডসের (Netherlands) এক রাজনীতিবিদ।
(Source: abplive.com)