আধারের সঙ্গে মিউচুয়াল ফান্ড লিঙ্ক হয়নি? এই সহজ পদ্ধতিতে ঘরে বসেই হবে মুশকিলআসান

আধারের সঙ্গে মিউচুয়াল ফান্ড লিঙ্ক হয়নি? এই সহজ পদ্ধতিতে ঘরে বসেই হবে মুশকিলআসান

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নাগরিকদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এই কারণে প্রত্যেককে প্যান, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরে এখন আধার নম্বরের সঙ্গে মিউচুয়াল ফান্ডের লিঙ্ক করাতে হবে। যাঁরা এখনও আধার নম্বরের সঙ্গে মিউচুয়াল ফান্ডের লিঙ্ক করাননি তাঁরা অচিরেই বিপদে পড়তে পারেন। তবে খুবই সহজ পদ্ধতিতে অনলাইন, অফলাইনে, এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে লিঙ্ক করানো যেতে পারে।

চাইলে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (AMC) ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি এটি করানো যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে আধার লিঙ্ক করার কোনও সময়সীমা নেই। এটি সরকারের কাছে বিনিয়োগকারীদের লেনদেনের বৈধতা নিশ্চিত করতে সাহায্য করবে।

অনলাইন প্রক্রিয়া

কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটের হোম পেজেই একটি লিঙ্ক থাকে যা আধার নম্বর আপডেটের পেজে নিয়ে যায়-

১. আধার লিঙ্কড মিউচুয়াল ফান্ড রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্টের (Aadhaar Linked Mutual Fund Registers and Transfer Agents) মাধ্যমে অনলাইনে করা যেতে পারে। কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, কার্ভি কম্পিউটারশেয়ার প্রাইভেট লিমিটেড এবং ফ্র্যাঙ্কলিন টেম্পলটন এমিলের মতো ফান্ড হাউসগুলি এই পরিষেবা দেয়।

২ প্রথমে প্যান, আধার নম্বর, নাম, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি তথ্য দিতে হবে।

৩. ব্যবহারকারী ইনভেস্টমেন্ট অনুযায়ী স্ক্রিনে সমস্ত ফান্ড হাউস নির্বাচন করতে পারবেন।

৪. তারপর ‘Generate OTP’ অপশনে ক্লিক করে OTP লিখে ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে।

৫. প্রক্রিয়াটি সফল হলে ব্যবহারকারী UIDAI থেকে এই সংক্রান্ত একটি ইমেল পাবেন।

অফলাইন পদ্ধতি

বিনিয়োগকারীরা সরাসরি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কথা বলেও লিঙ্ক করে দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য বিনিয়োগকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য সহ তা জমা দিতে হবে। যাঁরা ‘Cams’ বা ‘Karvy’-এর মাধ্যমে লিঙ্ক করতে চান তাহলে তাঁদের অফিসিয়াল পোর্টাল থেকে আধার আপডেটের ফরম্যাট করা ফর্ম ডাউনলোড করে, তার পর তা পূরণ করে ডকুমেন্ট সহ নিকটস্থ অফিসে জমা দিতে হবে।

এসএমএস-এর মাধ্যমে

বিনিয়োগকারীরা ফিচার ফোন বা স্মার্টফোনের মাধ্যমেও আধার-মিউচুয়াল ফান্ড লিঙ্ক করাতে পারেন। এর জন্য ‘ADRLNK’ লিখে 9212993399 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পরে বিনিয়োগকারীর নম্বরে একটি কনফারমেশন মেসেজ পাঠানো হবে। এর অর্থ হল বিনিয়োগকারীর আধারের সঙ্গে মিউচুয়াল ফান্ডের লিঙ্ক অনুমোদন করা হয়েছে।

Published by:Madhurima Dutta

(Source: news18.com)