রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে হাবিলদার ও অন্যান্য পদে নিয়োগ, আজই আবেদন করুন

রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে হাবিলদার ও অন্যান্য পদে নিয়োগ, আজই আবেদন করুন

#নয়াদিল্লি: সম্প্রতি অসম রাইফেলসের (Assam Rifles) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হাবিলদার, রাইফেলম্যান, ওয়ারেন্ট অফিসার এবং নায়েব সুবেদার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অসম রাইফেলসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

Assam Rifles Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
রিক্রুটমেন্ট র‌্যালির শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে।

Assam Rifles Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৮০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ব্রিজ ও রোড অ্যাসিস্ট্যান্ট- ১৭টি পদ
ক্লার্ক- ২৮৭টি পদ
শিক্ষক- ৯টি পদ
অপারেটর রেডিও ও মেকানিক- ৭২৯টি পদ
রেডিও মেকানিক- ৭২টি পদ
ওয়েপন অ্যাসিস্ট্যান্ট- ৪৮টি পদ
ল্যাব অ্যাসিস্ট্যান্ট- ১৩টি পদ
নার্সিং অ্যাসিস্ট্যান্ট- ১০০টি পদ
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট- ১০টি পদ
হেল্পার (প্যারা-মেডিক্যাল)- ১৫টি পদ
ওয়াশারম্যান- ৮০টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অসম রাইফেলস (Assam Rifles )

পদের নাম হাবিলদার, রাইফেলম্যান, ওয়ারেন্ট অফিসার এবং নায়েব সুবেদার
শূন্যপদের সংখ্যা ১৩৮০
কাজের স্থান অসম
কাজের ধরন বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২০.০৭.২০২২

Assam Rifles Recruitment 2022: বয়সসীমা

সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ বছর ধার্য করা হয়েছে। SC/ST প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।

Assam Rifles Recruitment 2022: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণীতে ও দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। অন্যান্য পদের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

Assam Rifles Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল কোয়ালিটি টেস্ট, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও মেডিক্যাল টেস্ট নেওয়া হবে।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)