প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

সঞ্চয়ন মিত্র, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smaranananda)। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। উল্লেখ্য, ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হন স্বামী স্মরণানন্দ। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্বামী স্মরণানন্দকে দেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী (PM Modi, Governor , CM Mamata Banerjee)।স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকপ্রকাশ জানিয়ে সোশ্যালে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী মোদিও।

চলতি মাসেই স্বামী স্মরণানন্দকে দেখতে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন প্রধানমন্ত্রী। খোঁজ নেন তাঁর চিকিৎসা ও শারীরিক বিষয় নিয়ে। কথা বলেন মঠের সন্ন্যাসীদের সঙ্গে। কোনও প্রয়োজন হলে, তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তবে শেষ রক্ষা হল না। আজ রাত ৮.১৪-এ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান।

রামকৃষ্ণলোকে পাড়ি দিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। মঙ্গলবার রাত ৮ টা ১৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪ বছর। রাতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে তাঁর পার্থিব দেহ বের করে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠে। আজ দিনভর বেলুড় মঠে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন ভক্তরা। রাত ৯ টা নাগাদ সম্পন্ন হওয়ার কথা তাঁর শেষকৃত্য়। ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ।

১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫২ সালে রামকৃষ্ণ সঙ্ঘের মুম্বই শাখাকেন্দ্রে যোগদান করেন। ১৯৬০ সালে তিনি স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্য়াসধর্মে দীক্ষিত হন। ১৯৫৮-তে ‘অদ্বৈত আশ্রম’-এর কলকাতা শাখায় আসেন। দীর্ঘ ১৮ বছর কাজ করেছেন ‘অদ্বৈত আশ্রম’-এর বিভিন্ন শাখায়।

ইংরেজি পত্রিকা ‘প্রবুদ্ধ ভারত’-এর সহ-সম্পাদকের দায়িত্বও সামলেছেন কয়েক বছর। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন স্বামী স্মরণানন্দ। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের প্রয়াণে সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

(Feed Source: abplive.com)