মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ডাবল সেঞ্চুরি, দুশো নম্বর জার্সি দিয়ে রোহিত-বরণ সচিনের

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ডাবল সেঞ্চুরি, দুশো নম্বর জার্সি দিয়ে রোহিত-বরণ সচিনের

হায়দরাবাদ: তিনি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কিংবদন্তি। অধিনায়ক হিসাবে মুকেশ ও নীতা অম্বানির দলকে জিতিয়েছেন পাঁচ-পাঁচটি আইপিএল (IPL)। তিনি, রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুশোতম আইপিএল ম্যাচ খেলতে নামলেন হিটম্যান। আর তাঁর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হল মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ জার্সি দিয়ে বরণ করে নেওয়া হল রোহিতকে।

বুধবার নিজামের শহর হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিতের দুশোতম ম্যাচ। আর বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য রোহিতের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হল। যে জার্সির পিছনে জ্বলজ্বল করছে ২০০। বিশেষ ম্যাচে এই জার্সি পরেই মাঠে নামবেন রোহিত।

বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হওয়ার আগে রোহিতের হাতে বিশেষ এই জার্সি তুলে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। টিম হাডল করে রোহিতের অবদান নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন মাস্টার ব্লাস্টার। সেই ভিডিও পরে আইপিএল-এর তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিও-র ক্যাপশনে আইপিএলের তরফে লেখা হয়, ‘রোহিতের মাইলফলক স্পর্শ করার দিন বিশেষ এক মুহূর্ত। রোহিতের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর দুশোতম আইপিএল ম্যাচের জন্য বিশেষ জার্সি তুলে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।’

তবে আইপিএলের আগে তুমুল বিতর্ক হয়েছিল রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যর হাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ায়। সেই রোহিত, যিনি দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ভারতীয় দলের অধিনায়ক রোহিত। তবে আইপিএলে খেলছেন হার্দিকের নেতৃত্বে। সাধারণ ক্রিকেটার হিসাবে। ব্যাট হাতে অবশ্য ছাপ ফেলতে এখনও মরিয়া হয়ে রয়েছেন রোহিত। নিজামের শহরে কি হিটম্যান-শো দেখা যাবে?

(Feed Source: abplive.com)