ভারতের প্রতিবাদের পর কেজরির গ্রেফতারি নিয়ে ফের অবস্থান স্পষ্ট আমেরিকার

ভারতের প্রতিবাদের পর কেজরির গ্রেফতারি নিয়ে ফের অবস্থান স্পষ্ট আমেরিকার

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Arrest) গ্রেফতারি নিয়ে নিজেদের অবস্থানে অনড় আমেরিকা (US Reiterates Its Position On Kejriwal Arrest)। স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়মতো আইনি শুনানির পক্ষে আরও একবার সওয়াল করে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘এই নিয়ে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়’। আমেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্রের এমন মন্তব্যের কিছু আগে ভারতে মার্কিন প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে একপ্রস্ত প্রতিবাদ জানায় নয়াদিল্লি। কেজরির গ্রেফতারি নিয়ে আমেরিকা যে অবস্থান নিয়েছিল, তারই প্রতিবাদে ডেকে পাঠানো হয় মার্কিন প্রতিনিধিকে। কিন্তু আমেরিকা যে তাদের অবস্থানে অনড়, সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন ম্যাথু মিলার।

যা জানা গেল…
মিলার বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং তার পর থেকে যা যা ঘটছে, সে দিকে আমরা নজর রেখেছি।’  নয়াদিল্লি যে ভারতে তাদের ডেপুটি চিফ অফ কমিশন, গ্লোরিয়া বারবেনাকে ডেকে পাঠিয়েছিল, সেই মর্মে ব্রিফিং করতে গিয়ে এই মন্তব্য করেছেন মিলার। পাশাপাশি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার বিষয়েও বক্তব্য ছিল তাঁর। বলেন, ‘কর্তৃপক্ষ, কংগ্রেস পার্টির কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বলে যে অভিযোগ শোনা গিয়েছে, সে সম্পর্কেও আমরা জানি। এর ফলে তাদের ভোটপ্রচারেও অসুবিধা হবে বলে অভিযোগ।’ তবে বেসরকারি স্তরে কোনও কূটনৈতিক কথোপকথনের বিষয়ে তিনি যে প্রকাশ্যে মন্তব্য করবেন না, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন। শুধু এটুকু বলেন, আইনি প্রক্রিয়া যাতে নিরপেক্ষ, স্বচ্ছ এবং সময়মতো চলে সেই অবস্থানই রাখছে আমেরিকা। এবং এতে অন্তত কারও কোনও আপত্তি থাকার কথা নয়।

প্রেক্ষাপট…
মিলারের এই প্রেস ব্রিফিংয়ের আগে, ভারতে আমেরিকার ডেপুটি চিফ অফ কমিশন, গ্লোরিয়া বারবেনাকে ডেকে পাঠিয়েছিল সাউথ ব্লক। মার্কিন প্রশাসন যে ভাবে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য় করেছে তা মোটেও ভাল ভাবে নেয়নি নয়াদিল্লি, সে কথা বুঝিয়ে দিতেই ডেকে পাঠানো হয় বারবেনাকে। তার পরই ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল আমেরিকা। প্রসঙ্গত, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এই নিয়ে গত সপ্তাহ থেকে তুমুল হইচই জাতীয় রাজনীতিতে। লোকসভা ভোটের আগে এই গ্রেফতারিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ শানিয়েছে বিরোধীরা। এদিকে গত কাল পর্যন্তও আদালতে কোনও স্বস্তি পাননি আম আদমি পার্টির প্রধান। তাঁকে অন্তর্বর্তীকালীন  মুক্তি দিতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট। আজ, তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা।

(Feed Source: abplive.com)