প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোর মূলপর্বে জর্জিয়া

প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোর মূলপর্বে জর্জিয়া

শুভব্রত মুখার্জি:- ২০০৪ সালে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল গ্রিস। সেবার পর্তুগালে বসেছিল ইউরোপীয় মহাদেশের ফুটবলের সেরা টুর্নামেন্ট ইউরোর আসর। সেই আসরে কারাগুনিসরা আয়োজক পর্তুগালকে ফাইনালে হারিয়ে সবাইকে অবাক করে দিয়ে জিতে নিয়েছিল ইউরো। সেই গ্রিস দলকে হারিয়েই এবার চমক দিল জর্জিয়া। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার তারা পৌঁছে গেল ইউরোর মূলপর্বে। প্রাক্তন ইউরো চ্যাম্পিয়ন দলকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে জর্জিয়া।

জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। এবারের ইউরো হবে ২৪টি দলকে নিয়ে। এবারের ইউরো শেষ হবে ১৪ জুলাই। সেই ইউরোর প্লে-অফে মুখোমুখি হয়েছিল জর্জিয়া এবং গ্রিস। সেখানেই সবাইকে চমকে দিল জর্জিয়া। গ্রিসকে এক টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো এই ইউরোর মূল পর্বে জায়গা করে নিল তারা। পাশাপাশি মূলপর্বে জায়গা পেয়েছে ইউক্রেন ও পোল্যান্ডও। প্লে-অফ থেকেই বিদায় নিল ওয়েলস ও আইসল্যান্ড।

সি-গ্রুপের প্লে-অফে তিবলিসে মুখোমুখি হয়েছিল গ্রিস এবং জর্জিয়া। সেখানে টাইব্রেকারে ৪-২ গোলে জিতল জর্জিয়া। দুই দলের মধ্যে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। টাইব্রেকারে জর্জিয়ার জর্জি কোচোরসভিলি, জুরিকো দাভিটাসভিলি, লাশা ডিভালি ও নিকা কোয়েকওয়েস্কিরি গোল করেন। গ্রিসের হয়ে ইয়োর্গিওয়োস মাসৌরাস এবং ইয়োর্গিওয়োস ইয়াকোমাকিস গোল করেছেন। এই জয়ের ফলে জর্জিয়া ইউরোর মূল পর্বে এফ-গ্রুপে জায়গা পেল। সেখানে তাদের খেলতে হবে তুরস্ক, পর্তুগাল ও চেক রিপাবলিকের বিরুদ্ধে। ১৯৭৬ সালে চেক রিপাবলিক এবং ২০১৬ সালে পর্তুগাল ইউরো জয়ের স্বাদ আগেই পেয়েছে।

অপরদিকে পোল্যান্ডের ভ্রটসওয়াফ স্টেডিয়ামে বি-গ্রুপের প্লে-অফে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। ম্যাচে গুইমেনসনের এগিয়ে ছিল আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধে ভিক্টর সেগানকভ সমতা ফেরান। ৮৪তম মিনিটে মিহাইলো মুদ্রিক গোল করে দলের জয় নিশ্চিত করেন। মূলপর্বে ই-গ্রুপে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়ার সঙ্গে খেলবে ইউক্রেন।

অন্যদিকে কার্ডিফ সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় পোল্যান্ড ও ওয়েলস। এই ম্যাচও জর্জিয়া ম্যাচের মতন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের শেষে গোলশূন্য ছিল। সেই ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে পোল্যান্ড।ইউরোতে পোল্যান্ড মূলপর্বে খেলবে ডি-গ্রুপে। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।

(Feed Source: hindustantimes.com)