সোহমের ‘লাবণ্য’ হয়ে ধরা দেবেন, কলকাতায় এসে কোন খাবার মনে ধরল পরীমনি-র

সোহমের ‘লাবণ্য’ হয়ে ধরা দেবেন, কলকাতায় এসে কোন খাবার মনে ধরল পরীমনি-র

আসছে ‘ফেলুবক্সী’। আর এই ছবির হাত ধরেই বাংলা ছবির দুনিয়ায় পা রাখছেন বাংলাদেশের ‘পরী’। হ্য়াঁ, পরীমনির কথাই বলছিলাম। অভিনেতা সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারদের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। গত বৃহস্পতিবার ছবির লুক টেস্টে ছেলে রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন ‘পরী’।

তবে টলিউডে প্রথম ছবি হিসাবে ‘ফেলুবক্সী’কে কেন বাছলেন? এপ্রশ্নে পরীমনি অন্যসময়-কে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন থেকেই আত্মবিশ্বাসী ছিলাম, যে এই চরিত্রটা সঠিকভাবেই ফুটিয়ে তুলতে পারব। এবার কতটা ভালো পেরেছি, সেটা দর্শক বলবেন।’

পরিচালক দেবরাজ সিনহা বলেন, ফেলুবক্সী একটা থ্রিলার, এখানে প্রোটাগনিস্ট সোহম। এই চরিত্রটা মজাদার, টেক স্যাভি, বিশ্বের নিত্যনতুন টেকনোলজির বিষয়ে নিজেকে আপডেট রাখে। এমনিতেই বাঙালির প্যাশান খাওয়াদাওয়া আর রহস্য সমাধান জমিয়ে রেসিপি পড়ার মতো করে রহস্যের কিনারা করে সে। ফেলুবক্সী নামটা শুনেই নিশ্চয় দর্শকরা বুঝতে পারছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছেন তার মধ্যে। তবে আবার নাম শুনেই সিদ্ধান্তে পৌঁছতে বারণ করব। কারণ চিত্রনাট্যের মজা নিতে ছবিটা দেখতে হবে।’

‘ফেলুবক্সী’ ছবির লুকে পরীমনি, মধুমিতা ও সোহম

প্রসঙ্গত, ছবিতে সমস্ত রহস্য পরীমনির চরিত্রটা কেন্দ্র করেই ঘনীভূত হয়। আর তাই বেশকিছুদিন কলকাতাতেই থাকতে হবে ‘পরী’কে তাই পুরো বিষয়টা নিয়ে বেশ উৎসাহী অভিনেত্রী। এ শহরের কোন খাবার সবথেকে ভালো লাগছে? এই প্রশ্নে পরীমনি জানান ‘রসগোল্লা’। আর পরীর ছেলে রাজ্য কতটা উপভোগ করছে? এবিষয়ে পদ্মাপাড়ের অভিনেত্রী জানান, রাজ্যও খুব উপভোগ করছে, কারণ ও নতুন নতুন বন্ধু পেয়েছে, সকলের সঙ্গে খেলা করছে।’

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনাতেও বেশকিছু ছবি হচ্ছে। একদেশের ছবি অপর দেশে মুক্তি পাচ্ছে। তবে সেসব ছবি সেভাবে ব্লকবাস্টার হচ্ছে না, এবিষয়ে পরীমনির মতে ক কমিউনিকেশনের অভাব রয়েছে। একটা ভালো প্রোডাক্ট তৈরি করে সেটা ঠিকমতো বাজারে না পৌঁছে দিতে পারার ব্যর্থতা সকলের বলে মনে করেন অভিনেত্রী। তবে ‘ফেলুবক্সী’ ছবিটার জন্য তিনি নিজের সাধ্যমতো চেষ্টা করবেন বলেও জানান।

প্রসঙ্গত এই ছবিতে রেডিও জকি দেবযানীর চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার। ছবির অন্যান্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শতাফ ফিগার, শ্রীজিৎ আয়ুষ্মান সরকার। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন ‘ভিঞ্জি দা’ খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। ছবি মুক্তি পুজোর পরেই! ‘মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট’-এর সহযোগিতায় ‘হিমানি ফিল্মস’ নতুন ছবি হল ‘ফেলুবক্সী’।

(Feed Source: hindustantimes.com)