কলকাতা: শনিবার রাতে পশ্চিমবঙ্গে বাকি থাকা চারটি আসনের মধ্যে ফের দুটি আসনে নিজের প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। বীরভূমে (Birbhum) তারা প্রার্থী করেছেন সদ্যপ্রাক্তন আইপিএস দেবাশিস ধর (Debasish Dhar)-কে আর ঝাড়গ্রাম প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয়েছে প্রণত টুডু। এর ফলে পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের (Lok Sabha Election 2024:) মধ্যে আসানসোল ও ডায়মন্ডহারবার বাদে বাকি ৪০টি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে দিল গেরুয়া শিবির। আর গোটা দেশে মোট নাম ঘোষণা করল ১১ জন প্রার্থীর।
বীরভূম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের (Trinamool Congress MP Satabdi Roy)বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়ার বিষয়টি শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল বলেই মন্তব্য করছেন বঙ্গ বিজেপির একাধিক নেতা-নেত্রীরা। শনিবার তাতেই শিলমোহর পড়ল। কয়েকদিন আগে রাজ্য সরকারের বিরাগভাজন হিসেবে পরিচিত আইপিএস দেবাশিস ধর নিজের কর্মস্থল থেকে পদত্যাগ করতেই জল্পনা শুরু হয়েছিল। তিনি লোকসভায় বিজেপির প্রার্থী হবেন বলেই আলোচনা চলছিল। শনিবার তা সত্যি করে অনুব্রতের গড়ে শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকেই টিকিট দিল বিজেপি।
অন্যদিকে কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেওয়ার পর চিঠি লিখে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। তারপর থেকে দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই চলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি আবার সম্পর্কে পিসতুতো শালা ও ঝাড়গ্রাম (Jhargram) লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করতে দেখা যায় কুনারকে। সেই সময়ই গেরুয়া শিবির থেকে ইঙ্গিত পাওয়া গেছিল যে এখন থেকে এবার ঝাড়গ্রাম সরকারি হাসপাতালে কর্মরত প্রণত টুডুকে (Pranat Tudu) দলীয় প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা নিচ্ছে বিজেপি। তবে দেবাশিস ও প্রণত দু-জনেই সরকারি চাকুরি থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন সরকারি নিয়ম নেমে সমস্ত নথিপত্র ঠিকঠাক হলেই ওই দুজনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। শনিবার সেই বিষয়টিকেই সত্যি হতে দেখা গেল। এবার শুধু বাকি রইল আসানসোল ও ডায়মন্ডবার লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা।
(Feed Source: abplive.com)