আমেরিকা যাওয়ার স্বপ্ন? এক টুকরো ‘আমাজন’ জঙ্গলের স্বাদ পেতে পারেন জেলাতেই! জানলেই ছুটবেন এখন
Jhargram Tourism বেলপাহাড়ির গভীর অরণ্য, দলদলির জঙ্গল ও পাহাড়ি গ্রাম আমাজনের স্বাদ এনে দেয়, যেখানে রয়েছে ময়ূর, হাতি, সাপসহ নানা বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য! বেলপাহাড়ির দলদলি গ্রামের গভীর অরণ্য এর ছবি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: বেলপাহাড়ির খাঁদারানি, ঘাঘরা জলপ্রপাত, গারাসিনি পাহাড়,লালজল, কেতকিঝর্ণার নাম তো অনেক শুনেছেন জানেন এখানে আমাজনের মত গভীর অরণ্য রয়েছে। এবার দক্ষিণ আমেরিকার আমাজনের স্বাদ মিলবে জঙ্গলমহলে। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে, যেখানে রয়েছে নানা প্রজাতির গাছ ,পশু ,পাখি, সাপ, বিষাক্ত পোকামাকড় থেকে উদ্ভিদ। গভীর…










