Fire in Goods Train: ঝাড়গ্রাম স্টেশনে রাতের অন্ধকারে তুলকালাম, কয়লা ভর্তি মালগাড়িতে লাগল আগুন
Fire in Goods Train: ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঝাড়গ্রাম স্টেশনে ৬নং প্লার্টফমে দাড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম স্টেশনে ৬নং প্লার্টফমে দাড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন। টাটা থেকে নিমপুরা যাচ্ছিল মালগাড়িটি। ঝাড়গ্রামে মালগাড়ির ড্রাইভার লক্ষ্য করে দুটি ডিব্বা থেকে ধোঁওয়া বেরোচ্ছে। ঝাড়গ্রাম দমকলে খবর দিলে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। প্রায় ১ঘণ্টার চেষ্টায় একটিতে আগুন নেভাতে সক্ষম হয়। আরেকটা ডিব্বায় তারপরেও জল ঢালার কাজ চলছিল।দমকলের তরফে জানানো…