SSC Scam Case: যাঁরা চাকরি খোয়ালেন, সেই হাজার-হাজার শিক্ষকই দেখলেন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা! সেই ‘খাতা দেখাও’ কি বাতিল?
SSC Scam Case: চাকরিহারাদের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন। এবার চাকরি বাতিলের পর কী হবে সেই সব মূল্যায়নের?শিক্ষক নিয়োগের ওএমআর শিট সংরক্ষণ কলকাতা: ২০১৬ সালে নিয়োগ পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের গোটা প্যানেলই বাতিল করেছে সর্বোচ্চ আদালত। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। এই চাকরিহারাদের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন। এবার চাকরি বাতিলের পর কী হবে সেই সব মূল্যায়নের?…






