Madhyamik Exam 2025: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিল ১৭-র মাধ্যমিক পরীক্ষার্থী পূজা! কী কীর্তি এই মেয়ের জানেন?
Madhyamik Exam 2025: দিদা পরিচারিকা, বাবা নেই, মা কোথায় জানা নেই! তারপরেও ১৭-র পূজা যা সাহস দেখাল কুর্নিশ! কী করেছে এই মাধ্যমিক পরীক্ষার্থী জানেন? শারীরিকভাবে অক্ষম হলেও পূজা অদম্য ইচ্ছাশক্তির জ্বলন্ত উদাহরণ দক্ষিণ দিনাজপুর: জন্ম থেকেই মূক ও বধির পূজা। বয়স মাত্র ১৬ বছর। মূলত ইশারাতেই তাঁর সঙ্গে কথা বলতে হয়। কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর। বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং। মাধ্যমিক দেওয়ার যোগ্যতা অর্জনে তাঁর জীবনের লড়াই দেখে অবাক প্রতিবেশী…