দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট জেলা হাসপাতালের মূল গেট লাগোয়া একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি। ঘটনা নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, ওই দোকানের অ্যাসবেস্টারের ছাদ ভেঙে দোকান থেকে নগদ ১০ হাজার টাকা ও প্রোটিন ভিটামিন যুক্ত খাদ্য ও নানা নামী দামি ক্রিম চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই চুরি হয়েছে নজরে আসে দোকান মালিকের। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও রাতে তা বন্ধ করে রাখা হত।
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।এ বিষয়ে দোকান মালিক সুদীপ মজুমদার বলেন, “দোকানের উপরের ছাউনি ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে৷ দোকান থেকে নগদ টাকা-সহ অন্যান্য নামী দামি প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবারের প্যাকেট ও ক্রিম চুরি গিয়েছে। সব মিলিয়ে প্রায় ২০-২২ হাজার টাকা চুরি হয়েছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।” যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
(Feed Source: news18.com)