Madhyamik Exam 2025: সোমবার শুরু মাধ্যমিক, শেষ মুহূর্তে অ্যাডমিট-বিভ্রাট নিয়ে কড়া পদক্ষেপ পর্ষদের! চিহ্নিত ১৪৫ ‘অপদার্থ’ স্কুল

Madhyamik Exam 2025: সোমবার শুরু মাধ্যমিক, শেষ মুহূর্তে অ্যাডমিট-বিভ্রাট নিয়ে কড়া পদক্ষেপ পর্ষদের! চিহ্নিত ১৪৫ ‘অপদার্থ’ স্কুল

Madhyamik Exam 2025: মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষা শুরু হতে আর কয়েকদিন। সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের পরীক্ষা। শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

সোমবার শুরু মাধ্যমিক ২০২৫

কলকাতা: মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষা শুরু হতে আর কয়েকদিন। সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের পরীক্ষা। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রথম দিন সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। ২৬৮৩ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এই বছর।

পর্ষদের দাবি, ৯৮৪৭৫৩ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে পরীক্ষা দেওয়ার জন্য। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র, ৫৫৫৯৫০ জন ছাত্রী পরীক্ষা দেবেন। গত বছরের তুলনায় ৬২ হাজার বেশি পরীক্ষার্থীর আবেদন এসেছে, হিসাব রয়েছে। বিগত দু-তিনদিন ধরে কিছু স্কুল তাদের দোষে অ্যাডমিট কার্ড পায়নি। ১৩৬টি স্কুল অ্যাডমিট কার্ড নিয়ে সঠিক ভাবে নিয়ম মতো কাজ করেনি। কোর্টের নির্দেশের পর ১৮১ জন স্টুডেন্ট আবেদন করেছে। তারা স্কুলের ভুলে অ্যাডমিট কার্ড পাচ্ছিল না।

এরকমও উদাহরণ রয়েছে ২০২৩ সাল থেকে ধারাবাহিক ভাবে স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। কিন্তু তার অ্যাডমিট কার্ড স্কুলের ভুলের জন্য হয়নি। এটা ধারাবাহিক ভাবে হয়ে যাচ্ছে। এটার একটা বিহিত করতেই হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা চূড়ান্ত করতে ও প্রশ্নফাঁস আটকাতে এ বছর কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। ক্ষুব্ধ পর্ষদ জানিয়েছে, ‘আমাদের মনে হয় স্কুলগুলোর সদিচ্ছার অভাব আছে, যারা এই কাজ গুলো করছে। ভবিষ্যতে নিশ্চয় কিছু সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে পারব স্কুলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ায় ক্ষেত্রে। এই অপদার্থ ১৪৫টি স্কুলকে কেন শিক্ষক সংগঠনগুলো বলছে না সময় মাফিক জমা দিতে।’

পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গেজেট থাকবে না, পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে। গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। পর্ষদের বক্তব্য, ‘কিছু চক্র চলে। গত বছর পুলিশ তদন্ত করে। পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবে। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ বার ঘোষণা করে জানিয়ে দেবেন যদি তাদের কাছে ইলেক্ট্রনিক গেজেট থাকে তাহলে সারেন্ডার করতে। টয়লেট-এও অনেক কিছু লোকানো থাকে আমরা অভিজ্ঞতায় দেখেছি। আমরা এর প্রতিরোধ ২০২৪ থেকে করছি। এবারও তা করা হবে।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়