Exclusive: শনের নায়িকা হয়ে স্টার জলসায় ফিরছেন এই জনপ্রিয় নায়িকা, বড় চমক লীনার

Exclusive: শনের নায়িকা হয়ে স্টার জলসায় ফিরছেন এই জনপ্রিয় নায়িকা, বড় চমক লীনার

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়, এই খবর গত মাসেই জানিয়েছিলাম আমরা। এরপর ম্যাজিক মোমেন্টসের এই বিগ বাজেট প্রোজেক্ট নিয়ে সামনে এসেছে একের পর এক আপটেড। তবে কে হচ্ছেন শনের নায়িকা,তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। কেউ বলছিলেন শনের নায়িকা হিসাবে দেখা যাবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ নায়িকা সোনামণি সাহাকে, আবার উঠে আসছিল অনুষ্কা গোস্বামীর নামও। অবশেষে সামনে এল হাতে গরম আপটেড।

নিশ্চিত হয়ে গিয়েছেন শনের নায়িকা। হয়ে গিয়েছে লুক সেটও। লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন মেগায় শনের হিরোইন হিসাবে থাকছেন ‘গাঁটছড়া’র বনি, মানে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। এই খবরের সত্যটা নিশ্চিত করতে অনুষ্কার সঙ্গে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। অভিনেত্রী বলেন, ‘এই ব্য়াপারে এখনই আমার পক্ষে কিছু মন্তব্য করা সম্ভবপর নয়। খুব শীঘ্রই সবাই জানতে পারবে’।

অনুষ্কা কিছু না জানালেও সূত্র বলছে, এখনও শুরু হয়নি সিরিয়ালের শ্যুটিং পর্ব। খবর, নায়িকা বাছাইয়ের জন্যই নাকি বারবার পিছিয়েছে শ্যুটিং। টেলিপাড়া সূত্রের খবর, এই চরিত্রের জন্য নাকি জোর টক্কর হয়েছে সোনামণি সাহা, শ্যামোপ্তি মুদলি এবং অনুষ্কার। শেষমেষ গাঁটছড়ার বনি-কেই শনের পাশে মানানসই বলে মনে করেছেন লীনা-শৈবাল জুটি।

গাঁটছড়া সিরিয়ালে শোলাঙ্কি ও শ্রীমার ছোট বোনের ভূমিকায় দেখা মিলেছিল অনুষ্কার। রিয়াজের নায়িকা হিসাবে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী। টম-বয় লুকে সুন্দরী অনুষ্কা মনে করিয়েছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র অঞ্জলিকে। এরপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে অনুষ্কার গুণমুগ্ধের সংখ্যা।

এই মেগার কাস্টে একের পর এক চমক। শোনা যাচ্ছে, জলসার এই মেগায় ফিরবেন জুন-অনিন্দ্য, থুড়ি ঊষসী-সুদীপ জুটি। এছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্য়ায়ের। এর আগে কুসুমদোলা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

গাঁটছড়া শেষ হওয়ার পর এখনও আর মেগায় দেখা যায়নি অনুষ্কাকে। গত ডিসেম্বরে শেষ হয়েছিল গাঁটছড়া। প্রায় মাস তিনেকের বিরতি শেষে ফের ছোটপর্দায় অভিনেত্রী। এতদিন পর্দায় অ্যাংরি ইয়াংম্যান হিসাবে দেখা গিয়েছে শনকে, এই সিরিয়ালে সেই ছক ভাঙছেন তিনি। অভিনেতা জানিয়েছিলেন এবার নাকি পুরোদস্তুর রোম্যান্টিক অবতারে দেখা যাবে শনকে। শন-অনুষ্কা জুটির রসায়ন দর্শক মনে কতটা নজর কাটবে এখন সেটাই দেখার। জলসার হাত ধরেই অভিনয়ের সফর শুরু হয়েছিল শনের। ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন তিনি। পরে ‘এখানে আকাশ নীল’ ও ‘মন ফাগুন’-এ দর্শক ভালোবাসা উজার করে দিয়েছে তাঁকে।

(Feed Source: hindustantimes.com)