Exclusive: শনের নায়িকা হয়ে স্টার জলসায় ফিরছেন এই জনপ্রিয় নায়িকা, বড় চমক লীনার
লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়, এই খবর গত মাসেই জানিয়েছিলাম আমরা। এরপর ম্যাজিক মোমেন্টসের এই বিগ বাজেট প্রোজেক্ট নিয়ে সামনে এসেছে একের পর এক আপটেড। তবে কে হচ্ছেন শনের নায়িকা,তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। কেউ বলছিলেন শনের নায়িকা হিসাবে দেখা যাবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ নায়িকা সোনামণি সাহাকে, আবার উঠে আসছিল অনুষ্কা গোস্বামীর নামও। অবশেষে সামনে এল হাতে গরম আপটেড। নিশ্চিত হয়ে গিয়েছেন শনের নায়িকা। হয়ে গিয়েছে লুক সেটও। লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন মেগায় শনের হিরোইন…