অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের ভক্তদের জন্য দারুণ খবর! প্রায় দু-বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন লক্ষ নারী হৃদয়ে ঝড় তোলা এই হ্যান্ডসাম হাঙ্ক। শনকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে ‘মন ফাগুন’ সিরিয়ালে। ২০২২ সালের অগস্ট মাসে শেষ হয় এই মেগা। তারপর থেকে লম্বা সময় ধরে ফ্যানেরা শনের ফেরার অপেক্ষায় দিন গুণছে। অবশেষে সেই স্বপ্নপূরণ হওয়ার দোরগোড়ায়।
জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায় তথা ম্যাজিক মোমেন্টসের আপকামিং সিরিয়ালে দেখা মিলবে সুপ্রিয়া দেবীর নাতির। এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল শনের সঙ্গে। কী বললেন তিনি? ‘আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়নি। তবে অনেকদিন ধরেই লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল,অবশেষে সেই সুযোগ যখন এসেছে… বলতে পারেন দারুণ খুশি। সবচেয়ে বড় কথা আমাকে টেলিভিশনের পর্দায় এইভাবে কোনওদিন দেখা যায়নি। এতদিন আমাকে সকলে অ্যাংরি ইয়াংম্যান হিসাবেই দেখেছে, সেটা উজান হোক বা ঋষি সেন! এবার সেই ছক ভাঙব’, জবাব শনের।
নতুন সিরিয়ালে কি পুরোদস্তুর রোম্যান্টিক অবতারে দেখা যাবে শনকে? মুচকি হেসে উত্তর, ‘হ্যাঁ, সেরকমটা বলতে পারেন’। জানা যাচ্ছে, স্টার জলসাতেই ফিরবেন শন। জলসার হাত ধরেই অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন তিনি। পরে ‘এখানে আকাশ নীল’ ও ‘মন ফাগুন’-এ দর্শক ভালোবাসা উজার করে দিয়েছে তাঁকে। খবর, আসন্ন সিরিয়ালের জন্য মক লুক সেটও (Mock Look Set) সেরেছেন শন। তবে প্রোমো শ্যুট এখনও হয়নি।
এই বছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অন্যতম হাইলাইট ছিল শন-সৃজলার সিজলিং পারফরম্যান্স। সেই নিয়ে আলোচনাও হয় তুমুল। নতুন মেগায় কে হতে চলেছেন শনের নায়িকা? খবর এখনও নাকি নায়িকার নির্বাচন চূড়ান্ত নয়। উঠে আসছে ম্যাজিক মোমেন্টসের ঘরের মেয়ে সোনামণি সাহার নাম। তবে সবটাই জল্পনার স্তরে।
অন্যদিকে জলসায় আরও এক আসন্ন ধারাবাহিকে নাকি জুটি বাঁধতে চলেছেন নীল ভট্টচার্য ও শ্যামোপ্তি মুদলি এমনা শোনা যাচ্ছে। গীতা এলএলবি-র পর ব্লুজ প্রোডাকশন নতুন মেগা আনছে জলসায়, সেখানেই দেখা যেতে পারে এই জুটিকে।
প্রসঙ্গত, শনকে শেষ দেখা গিয়েছে ক্লিকের ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’-এ। বেশকিছু ওটিটি প্রোজেক্ট নিয়ে আলোচনার স্তরে রয়েছেন শন, তবে আপাতত ছোটপর্দাই তাঁর মূল ফোকাস। ফ্যানেদের জন্য নায়কের বার্তা, ‘বেশিকিছু বলতে চাই না। আমাকে এতদিন তোমরা অন্যভাবে দেখে এসেছো। আশা করছি এইবারও তোমাদের নতুন কিছু উপহার দিতে পারব’।
(Feed Source: hindustantimes.com)