লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দু-বছর পর ছোট পর্দায় ফিরছেন ‘উজান’ শন, নায়িকা কে?
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের ভক্তদের জন্য দারুণ খবর! প্রায় দু-বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন লক্ষ নারী হৃদয়ে ঝড় তোলা এই হ্যান্ডসাম হাঙ্ক। শনকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে ‘মন ফাগুন’ সিরিয়ালে। ২০২২ সালের অগস্ট মাসে শেষ হয় এই মেগা। তারপর থেকে লম্বা সময় ধরে ফ্যানেরা শনের ফেরার অপেক্ষায় দিন গুণছে। অবশেষে সেই স্বপ্নপূরণ হওয়ার দোরগোড়ায়। জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায় তথা ম্যাজিক মোমেন্টসের আপকামিং সিরিয়ালে দেখা মিলবে সুপ্রিয়া দেবীর নাতির। এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল শনের সঙ্গে।…