সম্পর্কে বিকল্পের খোঁজ, কিংবা একঘেয়েমি হয়ে নতুন করে উল্লাসের খোঁজ, মানুষকে পরকীয়ায় দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন মহিলা। রিপোর্ট বলছে, ভারতে ১০ জনের মধ্যে ৭ জন মহিলা স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন। কারণ স্বামীর ঘরোয়া কাজে অংশ নেন না। বেশিরভাগ মহিলাই নিজের সম্পর্কে সুখী ছিলেন না, একঘেয়ে হয়ে গিয়েছিল সবটা। এমনই যুক্তি এসেছিল, সমীক্ষায় অংশ নেওয়া ৭৭ শতাংশ মহিলার তরফে। গত ২০১৯ সালে এক এক্সট্রা-ম্যারিটাল ডেটিং অ্যাপের সমীক্ষার ফলাফল ছিল এটি।
বর্তমানে মহিলাদের পরকীয়ার জড়ানোর আসল কারণ
এবার ২০২৪ সালে দাঁড়িয়ে চমকপ্রদ রিপোর্ট বেরিয়ে এসেছে। সম্প্রতি, ফ্লোরিডার একটি সমজসেবী সংস্থার মালিক পিয়াজা জেনিফার মহিলাদের বিবাহবহির্ভূত সম্পর্ক কিংবা পরকীয়া করার প্রবণতা এতটা কেন বেড়ে গিয়েছে, সে কারণ জানতে একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। অনেক মহিলাই নিজেদের পরকীয়ায় আগ্রহ নিয়ে কথা বলেছেন। আসলে, তাঁরা নাকি অনুভূতিকে আটকাতে পারেন না। কখন কাকে ভালো লেগে যায়, কার সঙ্গে থাকতে মন চায়। সে তো আর বোঝা যায় না। তাই পরকীয়া হয়েই যায়।
বহু বছরের সম্পর্ক থাকতে থাকতে মরচে পড়ে যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে স্বামী স্ত্রী বেশিদিন একসঙ্গে থাকলে নাকি ভাই বোন হয়ে যান। এই একই কাণ্ড কি আজকের মহিলাদের সঙ্গেও ঘটছে। সমীক্ষায় অংশ নেওয়া অনেক মহিলাই এ প্রসঙ্গে জানিয়েছেন দীর্ঘদিন একই ব্যক্তির সঙ্গে থাকতে থাকতে একঘেয়েমি লাগে। তাই ওই অনুভূতিটাকে নতুন করে নেওয়ার জন্য পরকীয়া আর কি। বেশিরভাগের ক্ষেত্রেই একাধিক পুরুষ সঙ্গীতে খুশি এই মহিলারা।।
- শুরু হচ্ছে মাইক্রো চিটিং
সোশ্যাল মিডিয়ায় রয়েছে বহু ডেটিং অ্যাপ। হাতে রয়েছে স্মার্টফোন। মনে সুপ্ত রয়েছে প্রেমকে নতুন করে অনুভব করার আকাঙ্খা। ব্যাস, রেসিপির উপকরণ তো এখানেই তৈরি। রান্নার জন্য একটু ফ্লার্টিং, বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু করলেই কাফি। কিছুদিন যেতে না যেতেই নতুন বন্ধু হয়ে উঠছেন কাছের মানুষ। ভালোবাসতে শেখাচ্ছেন তাঁরা। তখনই সংসার ছেড়ে আসছেন মহিলারা। আর এই ক্ষেত্রে একটা বড় পার্ট হল মাইক্রো চিটিং।
আজকাল সবাই তাদের বেশিরভাগ সময় বাড়ির বাইরে বা অফিসে কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক সময় জেনে-বুঝে আমরা অন্য একজনের এত কাছাকাছি চলে আসি যে তার সাথে আমাদের জীবনের ছোট-বড় সব বিষয়ে আলোচনা শুরু হয়। আপনিও যদি একই ধরনের জিনিস কারো সাথে শেয়ার করেন তাহলে একে মাইক্রো চিটিং বলা হয়। ক্ষুদ্র প্রতারণার কারণে গড়ে ওঠা এই সম্পর্কটি মানসিক বন্ধন থেকে শারীরিক সম্পর্কের দিকে যেতে পারে, যার প্রভাব ধীরে ধীরে আপনার আসল সম্পর্কের উপর দৃশ্যমান হয়। আর এই পথেই হাঁটতে চাইছেন পুরুষ ও মহিলা, উভয়েই।
(Feed Source: hindustantimes.com)