ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার বীরভূম লোকসভা কেন্দ্রেও (Loksabha Election 2024) বিজেপির প্রার্থী-ক্ষোভ। প্রাক্তন IPS দেবাশিস ধরকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।
প্রার্থী নিয়ে অসন্তোষ প্রাক্তন জেলা সভাপতির: বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তিনি। ইস্তফা দেওয়ার ৯ দিনের মাথায় IPS থেকে সরাসরি ভোটযুদ্ধে নেমেছেন দেবাশিস ধর। আর তাঁকে নিয়েই এবার ক্ষোভের সুর প্রাক্তন জেলা সভাপতির গলায়। ২০১৯-র লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ে হেরে যান দুধকুমার। তাঁর দাবি, এবার স্থানীয় কাউকে প্রার্থী করলে অ্যাডভান্টেজ পেত বিজেপি। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের কথা না শোনার খেসারত দিতে হবে দলকে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “দুধকুমার প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি প্রার্থী হলে যেভাবে ঝাঁপাতেন, আশা করব সেভাবেই দেবাশিস ধরের সমর্থনে প্রচার করবেন।”
কোন্দল-অস্বস্তি ঢাকতে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের দাবি, তিনি বহিরাগত নন, পুলিশে থাকাকালীন দীর্ঘদিন কাজ করেছেন বীরভূম জেলায়।
(Feed Source: abplive.com)