শুভব্রত মুখার্জি:- চলতি বছরে বেশ ভালো ফর্মে রয়েছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। বয়স যত বাড়ছে, তত যেন ক্ষুরধার হচ্ছেন তিনি। এই বছরেই রয়েছে অলিম্পিক গেমসের আসর। তার আগে নিজের পারফরম্যান্স দিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে আশার আলো জাগাচ্ছেন তিনি। তিনি জিতেছেন মায়ামি ওপেন। তাঁর অজি পার্টনার ম্যাথু এবডেনকে সঙ্গী করে জিতেছেন মায়ামি ওপেন। আর এই ওপেন জয়ের পরপরেই ডাবলসে ফের এক নম্বর স্থান পুনঃরুদ্ধার করেছেন ভারতীয় তারকা।
সম্প্রতি এটিপি তাদের পুরুষ ডাবলসের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন। গত শনিবার অর্থাৎ ৩০ মার্চ তাঁরা পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন। তিন সেটের লড়াইতে হারিয়ে দেন ক্রোয়েশিয়ার ইভান ডডিচ এবং আমেরিকার অস্টিন ক্রাইচেক জুটিকে। টানটান উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের সাক্ষী থাকেন টেনিস সমর্থকরা। এক ঘণ্টা ৪৩ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই লড়েন ইন্দো-অজি জুটি। তারপরেই মায়ামি ওপেন জেতেন তাঁরা। আর এই ট্রফি জয়ের পরেই পরিবর্তন হয়েছে পুরুষদের ডাবলসের ক্রমতালিকায়। এক নম্বরে রয়েছেন রোহন বোপান্না। দুই নম্বরে রয়েছেন ম্যাথু এবডেন। জুটি হিসেবে তাঁরা রয়েছেন এক নম্বরে।
এই তালিকায় তৃতীয় এবং চতুর্থ পজিশনে রয়েছেন ইভান ডডিচ এবং অস্টিন ক্রাইচেক। উল্লেখ্য, লিয়েন্ডার পেজের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মায়ামি ওপেনের ট্রফি জিতলেন রোহন বোপান্না। ২০১২ সালে এই ট্রফি জিতেছিলেন লিয়েন্ডার পেজ। চলতি বছরের গোড়াতেই অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের খেতাব জিতে নজির গড়েছিলেন বোপান্না। গত বছর ম্যাথু এবডেনকে সঙ্গী করে ইন্ডিয়ান ওয়েলসের খেতাব জিতে নজির গড়েছিলেন বোপান্না। বয়স্কতম হিসেবে এটিপি মাস্টার্স ১০০০’র খেতাব জেতার নজির গড়েন তিনি। আর এবার মায়ামি ওপেন জিতে সেই নজির ভেঙে দিলেন তিনি।
(Feed Source: hindustantimes.com)