সোমবারই দেশ জুড়ে প্রায় ৫০টি উড়ান বাতিল হয়েছিল ভিস্তারার। আর আজ সকাল সকালই দেশের হড় বড় কিছু শহরেই ৩৮টি ফ্লাইট বাতিল করে ভিস্তারা। রিপোর্ট অনুযায়ী, মুম্বাই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং বেঙ্গালুরু থেকে ১১টি ফ্লাইট বাতিল করা হয় আজ সকালেই। আজ সব মিলিয়ে প্রায় ৬০টি উড়ান বাতিল করতে পারে ভিস্তারা। এই আবহে টাটার এই উড়ান সংস্থার সংকটের আবহে হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ফ্লাইট বাতিলের বিষয়ে ভিস্তারার কাছ থেকে একটি বিশদ রিপোর্ট চেয়েছে। এদিকে ভিস্তারাকে তাদের ফ্লাইট বিলম্ব এবং বাতিলের দৈনিক বিবরণ জমা দিতে বলেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।
পর্যাপ্ত সংখ্যায় পাইলট না থাকায় গত এক সপ্তাহে প্রায় ১০০টি উড়ান বাতিল করেছে ভিস্তারা। টাটা গোষ্ঠী এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানাধীন এই বিমান সংস্থার একাধিক উড়ান দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হয়ে যাচ্ছে। এই সমস্যার জেরে যাত্রীরা তিতি বিরক্ত হয়ে আছেন। গত দু’দিনে এই সমস্যা আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই বিষয়ে ভিস্তারার এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের উল্লেখযোগ্য সংখ্যায় উড়ান বাতিল করতে হয়েছে বিগত কয়েকদিনে। এছাড়াও বহু বিমান দেরিতে ছেড়ে গিয়েছে। আমাদের ক্রু সদস্য কম থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া যেখানে যেখানে সম্ভব ঘরোয়া রুটেও বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহার করছি আমরা। যাতে একই বিমানে বেশি সংখ্যক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, তার জন্যেই এই ব্যবস্থা। তবে এর জন্যে কিছু ক্ষেত্রে বিমান টেকঅফে দেরি হচ্ছে।’
উল্লেখ্য, টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে শীঘ্রই ‘মার্জ’ করে যাবে ভিস্তারা। এই আবহে গত মাসেও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল সংস্থাটি। এপ্রিলের শুরুতেও সেই একই সমস্যায় ভুগতে শুরু করল সংস্থাটি। এর জেরে তিতি বিরক্ত যাত্রীরা। রোজই বিভিন্ন বিমানবন্দরে ভিস্তারা কর্মীদের সঙ্গে বচসায় জড়াতে দেখা যাচ্ছে যাত্রীদের। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, একই সঙ্গে বহু পাইলট ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে ছুটি নিয়ে নিয়েছে। এদিকে সংস্থা জানাচ্ছে, আগে থেকে নির্ধারিত না থাকা বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে বিমানে। এই সব মিলিয়ে উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। ওদিকে বিক্ষুব্ধ যাত্রীদের শান্ত করতে বাতিল উড়ানের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে ভিস্তারা। এদিকে রিপোর্ট অনুযায়ী, আজ, ২ এপ্রিলেই দেশ জুড়ে ভিস্তারার প্রায় ৬০টির মতো উড়ান বাতিল করা হতে পারে। এর জেরে আজও ভিস্তারার যাত্রীদের কপালে চরম দুর্ভোগ রয়েছে।
(Feed Source: hindustantimes.com)